কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোড়া স্টাম্প ভেঙে শিরোনামে উঠে এসেছিলেন পঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিং (KKR vs PBKS)। তবে রোজ অর্শদীপ জাদু ছড়াবেন এমনটাও নয়। সোমবার রাতে ইডেন গার্ডেন্সের মাঠে শেষ ওভারে পঞ্জাবকে ম্যাচ জেতাতে পারেননি অর্শদীপ (Arshdeep Singh)। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পঞ্জাবকে হারের স্বাদ দেন কলকাতা নাইট রাইডার্সের নতুন তারা রিঙ্কু সিং। বল বাউন্ডারির সীমানা পার করতেই হতাশায় মাঠের মধ্যে বসে পড়েন অর্শদীপ (IPL 2023)। মাথা ছিল নিচের দিকে। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় পঞ্জাবের তরুণ পেসারের চোখ জলে ভরে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্টাম্প ভেঙে দেওয়া অর্শদীপের এমন হতাশ চেহারা দেখে মন খারাপ নেটপাড়ার। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে রাসেলকে রান আউট করে ফেরালেও শেষ বলে রিঙ্কুর বাউন্ডারি আটকাতে পারেননি অর্শদীপ সিং। এই নিয়ে চলতি মরসুমে সপ্তম বার শেষ বলে ম্যাচের ফলাফল নির্ধারিত হল। ম্যাচের পর রিঙ্কুকে নিয়ে সেলিব্রেশনে মাতেন আন্দ্রে রাসেল, নীতিশ রানারা। উল্টোদিকে পঞ্জাব শিবিরে শুধুই হতাশা। শেষ ওভারে কেকেআরের লক্ষ্য দাঁড়ায় ৬ রান। কিন্তু অর্শদীপের অনবদ্য বোলিংয়ে এই রানই অস্বস্তি তৈরি করে দিয়েছিল। পঞ্চম বলে বাই রান নিতে গিয়ে রান আউট রাসেল। শেষ বলে ২ রানের লক্ষ্য দাঁড়ায়। সেখানেই বাজিমাত রিঙ্কুর।
ম্যাচের পর পঞ্জাব কিংস অধিনায়ক ধাওয়ান বলেন, “একদম ভালো লাগছে না। ব্যাট করার জন্য এই উইকেট সহজ ছিল না। আমরা সেই ম্যাচটাই হেরে গেলাম। আমরা ঠিকঠাক স্কোর খাড়া করেছিলাম। শেষ পর্যন্ত ভালো খেলেছি।” হতাশ হলেও অর্শদীপের মনোবল বাড়িয়ে গব্বর বলেন, “শেষ ওভারটা দারুণ ছিল। অর্শদীপ সিংয়ের দারুণ চেষ্টা। গত ম্যাচের পর ও যেভাবে কামব্যাক করেছে তার পুরো কৃতিত্বটই ওর একার। ম্যাচটাকে ও শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েছিল।”