Sourav Ganguly: সাফল্য পাওয়ার জন্য একটা নতুন টিম তৈরি করে সৌরভ, কে বলছেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 20, 2022 | 8:30 AM

ক্যাপ্টেন হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেটে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। কে বলছেন এমন কথা?

Sourav Ganguly: সাফল্য পাওয়ার জন্য একটা নতুন টিম তৈরি করে সৌরভ, কে বলছেন এমন কথা?
Sourav Ganguly: সাফল্য পাওয়ার জন্য একটা নতুন টিম তৈরি করে সৌরভ, কে বলছেন এমন কথা?
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: ক্যাপ্টেন হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেটে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। আর কেউ নন, এমনই মতামত খোদ বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag)। দেশে-বিদেশে সাফল্য পেতে একটা ভারতীয় টিম তৈরি করেছিলেন সৌরভ। যা আর কেউ পারেননি। বরং সৌরভের দেখানো পথেই তাঁরা এগিয়ে গিয়েছেন। এই কারণেই ভারতের প্রাক্তন ক্যাপ্টেনকে এগিয়ে রাখছেন বীরু। তিনি নিজেও সৌরভের ক্যাপ্টেন্সিতেই বেড়ে উঠেছিলেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সাফল্য পেয়েছেন ঠিকই, দুটো বিশ্বকাপ জয়ে তাঁর নাম জড়িয়ে রয়েছে ঠিকই, কিন্তু তাঁকেও সৌরভের মতো টিম তৈরি করতে হয়নি। বিরাট কোহলি (Virat Kohli) কি করেছিলেন, নিশ্চিত নন সেওয়াগ।

বীরুর কথায়, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় একটু নতুন টিম তৈরি করার জন্য নতুন প্লেয়ারদের তুলে এনেছিল। ভালো, খারাপ সময়ে তাদের পাশে থেকেছিল। এটা আর কেউ করেছে কিনা জানি না। আমার সন্দেহ আছে, বিরাট কোহলি ওর ক্যাপ্টেন্সির সময় এটা করেছিল কিনা।’

২০০৭ সালে ধোনির ক্যাপ্টেন্সিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ২০১১ সালে আবার ঘরের মাঠে ওয়ান বিশ্বকাপজয়ী টিমেরও অন্যতম সদস্য ছিলেন বীরু। দুটো ক্ষেত্রেই ভারতীয় টিমের অধিনায়ক ছিলেন ধোনি। তবু বীরুর চোখে সেরা ক্যাপ্টেন সৌরভই। তাঁর যুক্তি হল, ‘আমার মতে, সেরা ক্যাপ্টেন সেই, যে একটা টিম তৈরি করে। টিমের প্লেয়ারদের ভরসা দেয়, তাদের পাশে থাকে। কোহলি কিছু প্লেয়ারের পাশে ছিল, কিছু প্লেয়ারের ছিল না।’

ঋষভ পন্থ তাঁরই মতো বিস্ফোরক ব্যাটিং করেন। বীরু চান, পন্থ যেন ওপেন করেন। তা হলে তিনি আরও বেশি সফল হবেন। ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, সীমিত ওভারের ক্রিকেটে আমরা ৫০ বা ১০০ করার খেলি না। পরিস্থিতি যাই হোক না কেন, তীব্র গতিতে রান তোলার চেষ্টা করি। ৪ কিংবা ৫ নম্বরে নামলে পন্থকে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে। অনেক বেসি দায়িত্ব নিতে হবে। কিন্তু ও যদি ওপেন করে তা হলে অনেক বেশি সফল হবে।’

ভারতীয় টিম থেকে বাদ পড়া আর এক ওপেনার পৃথ্বী শ-কে নিয়েও একই রকম আশাবাদী বীরু। ‘টেস্ট ক্রিকেটে উত্তেজনা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত প্লেয়ার ও। পৃথ্বী আর পন্থ যদি এক সঙ্গে ব্যাট করে, বিপক্ষকেও ভাবতে হবে ৪০০ রানের মধ্যে ভারতকে থামানো যাবে কিনা। ওদের মতো দু’জন যে টিমে থাকবে, তারাই কিন্তু টেস্ট ম্যাচটা নিয়ন্ত্রণ করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতবে।’

Next Article