Hardik Pandya: সাফল্য পেতে হলে নিজের পাশে থাকা দরকার, কে বলে দিলেন এমন কথা?

হার্দিক নিজে ভালো করে জানেন, ভারতীয় টিমে বিশেষ করে বিশ্বকাপের (World Cup 2023) সময় তাঁর ভূমিকা কী থাকবে। এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) রবিবার। বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে কী বললেন তিনি?

Hardik Pandya: সাফল্য পেতে হলে নিজের পাশে থাকা দরকার, কে বলে দিলেন এমন কথা?
সাফল্য পেতে হলে নিজের পাশে থাকা দরকার, কে বলে দিলেন এমন কথা?Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 1:52 PM

কলম্বো: বিশ্বকাপে ভারতের সাফল্যের অনেকটাই নির্ভর করবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। লাল বলের ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছেন তিনি। শুধু সাদা বলের ক্রিকেটেই ফোকাস তাঁর। এই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা প্রমাণও করেছেন। অলরাউন্ডার হওয়ার দরুণ বাড়তি ওয়ার্কলোড নিতে হয়। সেই ধকল সামলে নিজে সাফল্য, টিমকে সাফল্য দেওয়া, অনেক কিছু সাজাতে হয় হার্দিককে। সেই সঙ্গে সামলাতে হয় ভারতের সহ-অধিনায়কত্ব। হার্দিক নিজে ভালো করে জানেন, ভারতীয় টিমে বিশেষ করে বিশ্বকাপের (World Cup 2023) সময় তাঁর ভূমিকা কী থাকবে। এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) রবিবার। বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে কী বললেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।

স্টার স্পোর্টসকে দেওয়া এক ইন্টারভিউতে হার্দিক বলেছেন, ‘অলরাউন্ডার হিসেবে অন্য়দের থেকে আমাদের দুই কিংবা তিনগুণ খাটতে হয়। যে কোনও টিমের একজন ব্যাটার ক্রিজে যায়, ব্য়াট করে। নিজের কাজ শেষ করে সে কিন্তু বাড়ি চলে যেতে পারে। আমাকে কিন্তু তারপর অপেক্ষা করতে হয় বল করার জন্য। আমাকে যে কারণে নেটে কিংবা ট্রেনিং ক্যাম্পে অনেক কিছু ম্যানেজ করতে হয়। ম্যাচের সময় খেয়াল রাখতে হয়, টিম আমার কাছে কী চায়, কত ওভার বল করতে হবে আমাকে। যদি ১০ ওভার বল করার পরিস্থিতি থাকে, সেটা কিন্তু করতে হয় আমাকে।’

বোলার এবং ব্যাটার, দুই ক্ষেত্রেই সফল হওয়া খুব কঠিন কাজ, মেনে নিচ্ছেন। তখনই সাফল্য আসে, যখন নিজেকে মোটিভেট করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারেন। হার্দিকের কথায়, ‘আমি সব সময় নিজের উপর আস্থা রাখি। নিজেকে সুযোগ দিই, যাতে সফল হতে পার্। টিম হিসেবে যখন মাঠে নামি, আমার ১০জন ভাই ঘিরে থাকে আমাকে। কিন্তু একই সঙ্গে আমি কিন্তু একা থাকি। যখন বল করতে যাই, ব্যাটার অপেক্ষা করে, কখন ভুল করব। আর যখন ব্যাট করতে যাই, মাঠে প্রতিপক্ষ টিমের এগারো জন অপেক্ষা করে আমার ভুলের জন্য।’

দু’বছর আগে আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল হার্দিককে। ফিটনেস নিয়ে বিতর্কে পড়েছিলেন। ব্যাট করতে পারলেও বোলিং খুব বেশি করতে পারেননি। বিশ্বকাপের পর আইপিএলে নিজেকে প্রমাণ করেছিলেন। সেই হার্দিক বলছেন, ‘যাই ঘটুক না কেন, আমি সব সময় নিজের পাশে থাকি, বিশ্বাস করি, আমি বিশ্বের সেরা প্লেয়ার। এর মানে এই নয় যে, এটা করলেই আমি সাফল্য পাব। আসলে নিজের পাশে থাকলে পারলে, এগিয়ে নিয়ে যেতে পারলে সাফল্য ঠিক আসে।’

চব্বিশ ঘণ্টা পর বাবর আজমের টিমের বিরুদ্ধে খেলা। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে চমৎকার ব্যাট করেছিলেন হার্দিক। রবিবারের মেগা শো-তেও আরও একবার ভারতীয় টিমকে সাফল্য দিতে মরিয়া হার্দিক।