Anil Kumble: কুম্বলের বদলে নতুন কোচের সন্ধানে পঞ্জাব

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2022 | 2:00 PM

Punjab Kings: জানা গিয়েছে, পঞ্জাব তাদের নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে।

Anil Kumble: কুম্বলের বদলে নতুন কোচের সন্ধানে পঞ্জাব
অনিল কুম্বলে (ফাইল চিত্র)

Follow Us

নয়াদিল্লি: নতুন কোচের খোঁজে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস (Punjab Kings)। সূত্রের খবর অনুযায়ী, আইপিএল-২০২৩ (IPL 2023) এ আর পঞ্জাব কিংসের কোচের ভূমিকায় দেখা যাবে না অনিল কুম্বলেকে (Anil Kumble)। আসলে, চলতি বছরে সেপ্টেম্বরেই কুম্বলের সঙ্গে পঞ্জাবের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। জানা গিয়েছে, মোহালির এই ফ্যাঞ্চাইজি আর কুম্বলের সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে না। ২০২০ সালে পঞ্জাবের হেড কোচ হিসেবে যোগ দেন জাম্বো। কিন্তু তাঁর কোচিংয়ে সেই অর্থে সাফল্য পায়নি প্রীতি জিন্টার দল।

উল্লেখ্য, অনিল কুম্বলের কোচিংয়ে ৪২টি ম্যাচে খেলেছে পঞ্জাব। যার মধ্যে মাত্র ১৯টি ম্যাচে জিতেছে পঞ্জাব। ফলে স্বাভাবিকভাবেই এই রেকর্ডই বলে দেয়, জাম্বোর কোচিংয়ে পঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই অর্থে দাগ কাটতে পারেনি। আইপিএল-২০২২ এ শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো এবং কাগিসো রাবাডার মতো প্লেয়ারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছিল পঞ্জাব। তা সত্ত্বেও, চলতি বছরের আইপিএলে ১৪টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে ছয় নম্বরে শেষ করেছে পঞ্জাব।

জানা গিয়েছে, পঞ্জাব তাদের নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যানকে কোচ করার কথা ভাবছে পঞ্জাব। পাশাপাশি উঠে এসেছে ট্রেভর বেলিসের নামও। এ ছাড়াও এক ভারতীয় কোচের সঙ্গেও চুক্তি করতে পারে প্রীতির দল। তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। শীঘ্রই নতুন কোচের ব্যপারে ঘোষণা করতে পারে পঞ্জাব।

সূত্রের খবর অনুযায়ী, “চলতি বছরের সেপ্টেবরে অনিল কুম্বলের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হচ্ছে পঞ্জাবের। মোহালির এই দল আর কুম্বলের সঙ্গে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই তারা নতুন কোচের সন্ধানও শুরু করে দিয়েছে। জানা গিয়েছে যে তাদের প্রতিনিধিরা ইওন মর্গ্যাব, ট্রেভর বেলিস এবং একজন প্রাক্তন ভারতীয় কোচের সঙ্গে যোগাযোগ করেছেন। অবশেষে এমনটাও হতে পারে যে তাঁদের একজনই হেড কোচ হবেন। আবার এমনটাও হতে পারে, যে তাঁদের মধ্যে কেউই কোচের দায়িত্বে নাও আসতে পারেন। পঞ্জাব কিংসের একজন কর্তা বলেছেন, তাঁরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন।”

 

Next Article