AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashes Series: অ্যাসেজের গাব্বা টেস্টে বিয়ের প্রস্তাব বান্ধবীকে, দেখুন ভাইরাল ভিডিও

ক্রিকেট হোক বা ফুটবল, ম্যাচ চলাকালীন বা ম্যাচের শেষে খেলাপ্রেমী বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়াটা যেন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।

Ashes Series: অ্যাসেজের গাব্বা টেস্টে বিয়ের প্রস্তাব বান্ধবীকে, দেখুন ভাইরাল ভিডিও
Ashes Series: অ্যাসেজের গাব্বা টেস্টে বিয়ের প্রস্তাব বান্ধবীকে, দেখুন ভাইরাল ভিডিও (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 4:36 PM
Share

ব্রিসবেন: মাঠে চলছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) ধুন্ধুমার লড়াই। গ্যালারিতে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেলেন দুই দেশের দুই সমর্থক। চলতি অ্যাসেজ সিরিজের (Ashes Series) প্রথম টেস্টের তৃতীয় দিন, এক অস্ট্রেলিয়ান সমর্থককে বিয়ের প্রস্তাব দিলেন ইংল্যান্ডের এক সমর্থক। উত্তর মিলল কাঙ্খিত “হ্যাঁ”। ক্রিকেট হোক বা ফুটবল, ম্যাচ চলাকালীন বা ম্যাচের শেষে খেলাপ্রেমী বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়াটা যেন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।

গাব্বা টেস্ট চলাকালীন, গ্যালারিতে প্রথমে রব নামের ওই ইংল্যান্ডের সমর্থক তার বান্ধবী অজি সমর্থক নাটালিকে জায়ান্ট স্কিনের দিকে কিছু একটা ইশারা করে দেখান। নাটালি সেদিকে তাকাতেই তার পাশে হাঁটু মুড়ে বসে আংটি বের করে ফেলেন রব। মাঠের মধ্যে দুই দলের লড়াই চললেও এভাবে একটা বিশেষ মুহূর্তের কথা কল্পনাও করেননি নাটালি। স্বাভাবিকভাবেই প্রথমে খানিকটা চমকে গেলেও, সঙ্গে সঙ্গে রবকে হ্যাঁ বলে দেন। একে অপরকে আলিঙ্গন করেন। গ্যালারি জুড়ে তখন শুধুই হাততালির শব্দ।

বান্ধবীকে প্রস্তাব দেওয়ার সময় রব হাসিমুখে বলতে থাকেন, “আমি খুব তাড়াতাড়ি এই মধুর কাজটা করতে চাই। কারণ, অনেক লোক আমাদের দেখছে। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর চারটা বছর কেটে গেছে। আমার জীবনের সেরা চার বছর। তুমি কি আমায় বিয়ে করবে?” নাটালি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতেই তাকে আংটি পরিয়ে দেন রব।

আরও পড়ুন: ধোনির হেলিকপ্টার শট নকল করলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী, দেখুন ভিডিও

আরও পড়ুন: Ravi Shastri: বোর্ডের বিরুদ্ধে আবার বিস্ফোরণ রবি শাস্ত্রীর