Ashish Nehra : গিলের সেঞ্চুরিতেও খুশি নন নেহরা, উল্টে হার্দিকের উপর রেগে কাঁই গুজরাট কোচ!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 16, 2023 | 12:43 PM

GT vs SRH, IPL 2023 : ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে চলতি মরসুমে প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে টাইটান্স (GT vs SRH)। দলের তারকা ওপেনার শুভমন গিলের ব্যাটে এসেছে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি।

Ashish Nehra : গিলের সেঞ্চুরিতেও খুশি নন নেহরা, উল্টে হার্দিকের উপর রেগে কাঁই গুজরাট কোচ!

Follow Us

কলকাতা: আশিস নেহরাকে মাঠে কতবার মেজাজ হারাতে দেখেছেন? খেলোয়াড়ি জীবনে হয়তো দেখেছেন। কিন্তু গুজরাট টাইটান্সের কোচ হিসেবে দলকে দু’বার প্লে অফে তোলার পর নেহরার (Ashish Nehra) মুখে হাসি ছাড়া অন্য কিছু আশা করাই যায় না। গত মরসুমে গুজরাট টাইটান্সকে তাদের আবির্ভাবেই চ্যাম্পিয়ন করে ছেড়েছিলেন। ফের একবার আইপিএলের (IPL 2023) মঞ্চে ছুটছে টাইটান্সরা। গুজরাটের ডাগ আউটে নেহরাকে সবসময় ব্যস্ত দেখায়। হয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার কানে কানে কিছু বলছেন, নয়তো মেন্টর গ্যারি কার্স্টেনের সঙ্গে স্ট্যাটেজি নিয়ে আলোচনা করছেন। কিন্তু সোমবারের আইপিএল ম্যাচে অন্য রূপ দেখা গেল নেহরার। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে চলতি মরসুমে প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে টাইটান্স (GT vs SRH)। দলের তারকা ওপেনার শুভমন গিলের ব্যাটে এসেছে তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। সবাই যখন উদযাপনে ব্যস্ত, নেহরার মুখ তখন গম্ভীর। গিলের সেঞ্চুরির উদযাপন তো করলেনই না উল্টে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে জড়িয়ে পড়লেন কথা কাটাকাটিতে। মোট কথা হল, মেজাজ হারালেন কোচ নেহরা। কিন্তু কেন? বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এদিন গুজরাটের ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ঋদ্ধিমান সাহা। যদিও ম্যাচের রং বদলে দেন সাই সুদর্শন ও শুভমন গিল। জুটিতে যোগ হয় ১৪৭ রান। এরপর খেই হারিয়ে ফেলে টাইটান্স। শুভমন গিল একপ্রান্ত আগলে রাখলেও উল্টোদিক থেকে নিয়মিত উইকেট পড়তে থাকে। শতরান করে ইনিংসের শেষ ওভারে আউট হন শুভমন। শেষ ওভারে চার উইকেট হারায় গুজরাট টাইটান্স। সানরাইজার্সের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন। ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে টাইটান্স। শেষদিকে দলের ব্যাটিং অর্ডারকে এভাবে ধসে যেতে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি কোচ আশিস নেহরা। শুভমনের সেঞ্চুরির পর যখন গুজরাটের ডাগ আউটে খুশির জোয়ার, সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, তখন নেহরাকে দেখা গেল নিজের আসনে মুখ গোমড়া করে বসে থাকতে। কোনওরকম আবেগের বহিঃপ্রকাশ দেখা গেল না। তাঁর প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে গিয়েছিলেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও সাবা করিম। তাঁরা বলেন, নেহরা হয়তো দলের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলেন। তাই উদযাপন করলেন না।

গত ৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ৯৪ রানে আটকে যান শুভমন গিল। অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। সেদিন ঋদ্ধিমান সাহা ৮১ রানের ইনিংস খেলেছিলেন। গুজরাটের স্কোর ২০০ পার করে ফেলেছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গিলের সেঞ্চুরি সত্ত্বেও গুজরাট আটকে যায় ১৮৮ রানে। গুজরাটের ইনিংসের শেষদিকে কামব্যাক করে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ তিন ওভারে ছয়টি উইকেট হারায় হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটারদের উইকেট ছুঁড়ে দিয়ে আসায় রেগে লাল হয়ে যান কোচ নেহরা। ইনিংসের শেষে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেহরা। দু’জনকেই দেখা যায় উত্তেজিতভাবে কথা বলতে। সেইসময় গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কিকে দেখা যায় হার্দিককে শান্ত করার চেষ্টা করছেন।

Next Article