India vs Sri Lanka: রেকর্ড গড়ে কপিলকে পেছনে ফেললেন অশ্বিন

Ravichandran Ashwin: বেশ কিছুদিন আগে তামিলনাড়ুর স্পিনার নিজেই বলেছিলেন, কুম্বলে তাঁর আদর্শ। কখনও যদি কুম্বলের উইকেট সংখ্যাক কাছাকাছি পৌঁছানোর সুযোগ পানা তাহলে ৬১৮ নম্বর উইকেটটাই হবে তাঁর টেস্ট কেরিয়ারের শেষ উইকেট।

India vs Sri Lanka: রেকর্ড গড়ে কপিলকে পেছনে ফেললেন অশ্বিন
ভারতীয় ক্রিকেটে আরও একটা রেকর্ড অশ্বিনের। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 2:58 PM

মোহালি: ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা ছিল বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ। কারণ সদ্য প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর শততম টেস্টে মাঠে নেমেছেন। কোহলিকে নিয়ে বিরাট উন্মাদনার ম্যাচেই যদিও নায়ক দুই ভারতীয় অলরাউন্ডার। শনিবার কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রবিবার কপিলের আরও একটা রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কপিলের ৪৩৪টি টেস্ট উইকেটের রেকর্ড টপকে গেলেন তামিলনাড়ুর অফ-স্পিনার। প্রথম ইনিংসে জোড়া উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন। ৪৩৫ তম শিকার হিসেবে অশ্বিন প্যাভেলিয়ানে ফেরালেন ধনঞ্জয় ডিসিলভাকে। বর্তমানে ভারতের সব থেকে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে অশ্বিন। ৬১৯টি উইকেট নিয়ে একনম্বরে অনিল কুম্বলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে ৪৩৪তম উইকেট নিয়েছিলেন কপিল দেব। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁকে টপকে গেলেন রবিচন্দ্র অশ্বিন।

অশ্বিনের সামনে এখনও অনেকটা ক্রিকেট বাকি আছে। তবে কটা টেস্ট তিনি পাবেন অনিল কুম্বলেকে টপটে দেশের এক নম্বর টেস্ট উইকেট শিকারি হওয়ার জন্য? এটাই সব থেকে বড় প্রশ্ন। চলতি বছর মাত্র তিনটি টেস্ট ভারতের। অনিল কুম্বলে এখনও অনেকটা দুরে। তবে অশ্বিন কুম্বলের রেকর্ড নিজেও ভাঙতে চান না। বেশ কিছুদিন আগে তামিলনাড়ুর স্পিনার নিজেই বলেছিলেন, কুম্বলে তাঁর আদর্শ। কখনও যদি কুম্বলের উইকেট সংখ্যাক কাছাকাছি পৌঁছানোর সুযোগ পানা তাহলে ৬১৮ নম্বর উইকেটটাই হবে তাঁর টেস্ট কেরিয়ারের শেষ উইকেট। টেস্ট কেরিয়ারে যে স্থানে থাকতে চেলেছিলেন অশ্বিন সেই স্থানে পৌঁছে গেছেন তিনি। ভারতের দ্বিতীয় উইকেট শিকারি হিসেবে কত উইকেটে তিনি শেষ করতে পারেন সেটাই দেখেতে চায় ভারতীয় ক্রিকেট।

মোহালি টেস্টে কপিল দেবের জোড়া রেকর্ড হাতছাড়া হল। সাত নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে এক ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান ছিল কপিল দেবের। ১৬৩ রানেই ইনিংস খেলেছিলেন কপিল। মোহালিতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেল সেই রেকর্ড ভেঙেছেল রবীন্দ্র জাদেজা। আজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির স্থান হারাতে হল হরিয়ানা হ্যারিকেনকে। বিরাটের শততম টেস্ট ম্যাচে নায়ক হয়ে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথম উইকেটে পাঁচ উইকেট নিয়ে জাদেজেও নতুন একটা রেকর্ড গড়েছেন। একটি টেস্টে ১৫০ রান ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব ছিল মাত্র পাঁচ জন ক্রিকেটারের। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল দুই ক্রিকেটারের। বিনু মানকড় ও পলি উমরিগড়ের।

আরও পড়ুন : ICC Women World Cup 2022: ফিটনেস মন্ত্রে পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের