আমদাবাদ: নয়া মাইলস্টোন রবিচন্দ্রন অশ্বিনের। কপিল-কুম্বলে-হরভজনের পর চারশোর এলিট ক্লাবে ঢুকে পড়লেন অশ্বিন। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে চারশো উইকেট সংগ্রহের নজির গড়লেন এই অফস্পিনার। অশ্বিনের চারশোতম উইকেটের শিকার জোফ্রা আর্চার।
Remarkable feat for @ashwinravi99! ??
The champion spinner entered the esteemed club of wicket-takers as he trapped Jofra Archer LBW to claim Test wicket no. 4⃣0⃣0⃣. ??@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Watch that memorable moment ??
— BCCI (@BCCI) February 25, 2021
That special moment ?#INDvENGpic.twitter.com/FIGYP7CW3y
— ICC (@ICC) February 25, 2021
ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবে চারশো উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে অবশ্য অশ্বিনের আগে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার মুরলীধরন। ৭২ টেস্টে ৪০০ উইকেট সংগ্রহ করেছিলেন মুরলীধরন। ৭৭টি টেস্টে ৪০০ উইকেট নিলেন অশ্বিন। ভেঙে দিলেন রিচার্ড হ্যাডলি আর ডেল স্টেইনের রেকর্ড। দু’জনেই ৮০ টেস্টে ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। বিশ্ব ক্রিকেটে ১৬-তম বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন ৩৪ বছরের এই অফ স্পিনার।
Remarkable feat for @ashwinravi99! ??
The champion spinner entered the esteemed club of wicket-takers as he trapped Jofra Archer LBW to claim Test wicket no. 4⃣0⃣0⃣. ??@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Watch that memorable moment ??
— BCCI (@BCCI) February 25, 2021
আরও পড়ুন:সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। ৬১৯ টি উইকেট রয়েছে কুম্বলের ঝুলিতে। তাঁর পরে রয়েছেন কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)। আমদাবাদে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। জোফ্রা আর্চারের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই চারশো উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তিনি। গোলাপি টেস্ট শুরুর আগে চারশো উইকেট থেকে ৬ ধাপ দূরে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন।