সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার

বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলাকে ১৪৯ রানে হারাল সৌরাষ্ট্র। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থ বাংলা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২৪ রান তোলে সৌরাষ্ট্র। জবাবে ১৭৫ রানে শেষ বাংলার ইনিংস।

সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার
সৌরাষ্ট্রের কাছে হেরে চাপে বাংলা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2021 | 7:24 PM

কলকাতা: ব্যর্থতার ধারা অব্যাহত বাংলার। সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার অনুষ্টুপদের। রঞ্জি ফাইনালে হারের বদলা নিতে পারল না বঙ্গ শিবির। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বাংলাকে ১৪৯ রানে হারাল সৌরাষ্ট্র। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থ বাংলা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২৪ রান তোলে সৌরাষ্ট্র। জবাবে ১৭৫ রানে শেষ বাংলার ইনিংস।

টসে জিতে সৌরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় বাংলা। স্নেল প্যাটেল-জাদেজারা শুরুতে ফিরে গেলেও সৌরাষ্ট্র ইনিংসের ঢাল হয়ে দাঁড়ান ওপেনার অভি বারোত এবং প্রেরক মাঁকড়। ৮৩ রান করেন বারোত। ৫৯ রানে আউট হন মাঁকড়। অর্পিত করেন ৯১ রান। ৩২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলা। জয়দেব উনাদকাট, প্রেরক মাঁকড়দের বোলিং দাপটে ৩৭ ওভারে মাত্র ১৭৫ রানে শেষ বাংলার ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার অভিমণ্যু ইশ্বরণ। শ্রীবৎস-অনুষ্টুপ-শাহবাজরা এদিন পুরো ফ্লপ।

আরও পড়ুন: ৮ রানে ৫ উইকেট ‘রুটালিথরনের’

এ দিনের হারে বিজয় হাজারে ট্রফির পরবর্তী রাউন্ডে ওঠা কার্যত কঠিন হয়ে গেল বাংলার সামনে। মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন অনুষ্টুপরা। বিজয় হাজারে ট্রফিতেও সে পথেই এগোচ্ছে অরুণ লালের দল।