অ্যাডিলেডঃ কুলদীপ( Kuldeep Yadav)-চাহালদের (Yuzvendra Chahal) ভিড়ে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ব্রাত্য। কবে টেেস্ট খেলা হবে, তার ডাকের অপেক্ষায় বসে থাকেন। আইপিএলে খেলেছেন। উইকেট পেয়েছেন। দল ফাইনালে উঠলেও, তেমন নজর কাড়তে পারেননি গোটা টুর্নামেন্টে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) কাছে ‘দেখিয়ে দেওয়া’-র মঞ্চ।
শুক্রবার অ্যাডিলেড টেস্টের (Adeliade Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে যখন আগুন ঝরালেন বুমরাহ। তখন দ্বিতীয় সেশন শুধুই অশ্বিনময়।শুরুতেই ফর্মে থাকা স্টিভ স্মিথের (Steve Smith) উইকেট।তারপর হেড ও গ্রিনকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের মেরুদন্ডটাই ভেঙে দিলেন। আর ইনিংসের শেষে জমে ওঠা নাথন লিঁয়ঁকে প্যাভিলিয়নে ফিরিয়ে অশ্বিন যেন গোলাপি বলের টেস্টে বিরাটদের দিলেন অক্সিজেন। আর দিনের শেষে সংবাদিক সম্মেলনে এসে ক্রিকেট কেরিয়ারের সায়াহ্ণে এসে পৌঁছানো ৩৪ বছরের অশ্বিন বললেন, “আমার মনে হচ্ছে, আজই অভিষেক হল।”
দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন যা বললেন, তার নির্যাস তুলে ধরা হল-
WHAT. A. CATCH!
Ashwin and Virat combine to get the wicket of Cameron Green.
Live – https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/MwHqOcmOsk
— BCCI (@BCCI) December 18, 2020
অশ্বিন-উমেশরা ম্যাচে ফিরিয়ে এনেছেন ভারতকে। এবার দ্বিতীয় ইনিংসে বিরাট-পূজারাদের পালা ম্যাচের রাশ নিজেদের দিকে ঘোরানোর। যার অপেক্ষায় রয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীরা।