দুবাই: আইসিসির (ICC) বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এ দিন ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল আইসিসি (ICC)। মহিলাদের মধ্যে সেরা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (Tammy Beaumont)।
24 wickets in February ?
A match-defining hundred vs England ?
ICC Men’s Player of the Month ✅Congratulations, @ashwinravi99! pic.twitter.com/FXFYyzirzK
— ICC (@ICC) March 9, 2021
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অশ্বিনের (Ravichandran Ashwin)। ব্যাট-বল অলরাউন্ড পারফরম্যান্সেই বাজিমাত ৩৪ বছরের এই ক্রিকেটারের। গত মাসেই টেস্ট ক্রিকেটে ৪০০ (400) উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন অশ্বিন। চিপকে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরিও করেন তিনি। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে ২৪ উইকেট নেন অশ্বিন। ব্যাট হাতে মোট ১৭৬ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্সে কামাল অশ্বিনের। আইসিসির বিচারে সমর্থকদের সবচেয়ে বেশি ভোট পেয়ে তাই গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সকে হারান তিনি।
আরও পড়ুন: লোবেরা এবং মুম্বইয়ের আকাশছোঁয়ার গল্প
অন্যদিকে মহিলাদের ক্রিকেটে গত মাসের ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচেই অর্ধশতরান করেন। ৩ ম্যাচে ২৩১ রান করেন বিউমন্ট। মহিলাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোট পান।
Three ODIs in February. 231 runs. 231 average ?
She’s the new number 1️⃣ women’s ODI batter and now @Tammy_Beaumont has another individual accolade to her name ?
Congratulations, Tammy! ? pic.twitter.com/770bgYCr7v
— ICC (@ICC) March 9, 2021