India vs Pakistan: বিরাটকে বলেছি, ‘তুমি তো আমার স্বপ্নেও আসছো!’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 10, 2023 | 5:42 PM

Asia Cup 2023, Team India: শুধু মাঠই নয়, টেলিভিশন স্ক্রিন জুড়ে থাকেন বিরাটই। ধারাভাষ্যকাররা নিজেদের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন টেলিভিশনে। মাঠে যদি বিরাট থাকেন, অধিকাংশ আলোচনা বিরাটকে ঘিরেই। কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচে আলোচনায় বিরাটই। বিরাট কেন্দ্রীক আলোচনাতেই উঠে এল সেই প্রসঙ্গ। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম ধারাভাষ্য দিচ্ছেন এশিয়া কাপে। তাঁর মুখেই উঠে এল আরও একটা মজার ঘটনা।

India vs Pakistan: বিরাটকে বলেছি, তুমি তো আমার স্বপ্নেও আসছো!
Image Credit source: AFP

Follow Us

কলম্বো: কিং কোহলি। বিশ্ব ক্রিকেটে তাঁর জনপ্রিয়তা কারও অজানা নয়। জুনিয়র ক্রিকেটাররা হোক কিংবা সিনিয়র, বিরাটকে কাছে পেলে কেউ কথা না বলে থাকতে পারেন! বিরাট যে মাঠেই যান, জায়ান্ট স্ক্রিন জুড়ে সারাক্ষণ যেন তাঁরই ছবি। প্র্যাক্টিসের নানা দৃশ্য, কখনও মজার মুহূর্ত। বিরাট কোহলি কলম্বোয় পৌঁছনোর পর থেকেই অপেক্ষা শুরু। আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। সবচেয়ে বড় কথা, ম্যাচটা কলম্বোয়! কেন? এই মাঠে শেষ তিনটি ওডিআই-তেই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠে। বিরাট মুহূর্তে তাঁকে কাছে পেয়ে পাকিস্তানের কিংবদন্তি বলে উঠলেন, ‘তুমি তো আমার স্বপ্নেও আসছো…।’ যা শুনে অবাক হয়ে যান বিরাট কোহলি। সেই কাহিনি খোলসা করলেন, প্রাক্তন পাক ক্রিকেটারই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুধু মাঠই নয়, টেলিভিশন স্ক্রিন জুড়ে থাকেন বিরাটই। ধারাভাষ্যকাররা নিজেদের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন টেলিভিশনে। মাঠে যদি বিরাট থাকেন, অধিকাংশ আলোচনা বিরাটকে ঘিরেই। কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচে আলোচনায় বিরাটই। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে বিরাট-রাহুল জুটি। সকলেই অপেক্ষায়, বৃষ্টি থামুক, বিরাটের ব্যাটে রোদ উঠুক। বিরাট কেন্দ্রীক আলোচনাতেই উঠে এল সেই প্রসঙ্গ। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম ধারাভাষ্য দিচ্ছেন এশিয়া কাপে। তাঁর মুখেই উঠে এল আরও একটা মজার ঘটনা।

ওয়াসিম আক্রম বলেন, ‘আজকে ম্যাচ শুরুর আগে বিরাটের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওকে বললাম-তুমি তো আমার স্বপ্নেও আসছো। বিরাট তৎক্ষণাৎ প্রশ্ন করে, কী বলছেন ওয়াসিম ভাই? ওকে তারপর বোঝালাম, সারাক্ষণ টিভি স্ক্রিনে তোমাকে এত দেখি, এখন আর মাথা থেকে ওকে বের করা কঠিন।’ বিরাটের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব। ওয়াসিম আক্রমের এই ঘটনায় ভালো ভাবেই বোঝা যায়।

বিরাট কোহলি, বাবর আজম, শাহিন আফ্রিদির মতো প্লেয়াররা যে ম্যাচ উইনার, সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন ওয়াসিম। বলছেন, ‘বিরাট, বাবর, শাহিনরা ম্যাচ উইনার। এমন সুন্দর মুহূর্তের জন্যই ক্রিকেটটা খেলে ওরা। পাকিস্তানের জন্য সকলেই ভালো পারফর্ম করতে চায়। ঠিক একই ভাবে ভারতীয় টিমেও তাই। কিন্তু বিরাট-বাবরদের মতো মরিয়া চেষ্টা, সকলের থেকে আলাদা। ভারত-পাকিস্তান ম্যাচ সবকিছুর ঊর্ধ্বে। গত কাল থেকেই কলম্বোয় এই ম্যাচ ঘিরে উৎসবের মেজাজ চলছে।’

Next Article