IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে তিলক ভার্মার অভিষেক, ভারতীয় টিমে ৫ পরিবর্তন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 15, 2023 | 4:37 PM

Asia Cup 2023: এখনও অবধি চলতি এশিয়া কাপে ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে সাকিব আল হাসানরা মাত্র জিতেছেন ১টি ম্যাচে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলে একমাত্র রশিদ খান-মহম্মদ নবিদের হারায় টাইগার্সরা। এ বার দেখার আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কেমন পারফর্ম করে। আজ ভারতের হয়ে ওডিআই ডেবিউ হল তরুণ তুর্কি তিলক ভার্মার। টিম ইন্ডিয়ার একাদশে ৫ পরিবর্তন।

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে তিলক ভার্মার অভিষেক, ভারতীয় টিমে ৫ পরিবর্তন
বাংলাদেশের বিরুদ্ধে তিলক ভার্মার অভিষেক, ভারতীয় টিমে ৫ পরিবর্তন
Image Credit source: BCCI

Follow Us

কলম্বো: এশিয়া কাপে (Asia Cup 2023) এখনও অবধি অপরাজিত ভারত (India)। এক ম্যাচ হাতে রেখেই ভারতীয় টিম ফাইনালে পৌঁছে গিয়েছিল। আজ এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচ। মহাদেশীয় টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং সাকিব আল হাসানের বাংলাদেশ (Bangladesh)। একদিকে ফাইনালে ওঠা প্রথম দল, অন্যদিকে খেতাবের লড়াই থেকে ছিটকে যাওয়া প্রথম দল। বিশ্বকাপের আগে এ বারের এশিয়া কাপ সফরটা বাংলাদেশের ভালো কাটল না। এখনও অবধি চলতি এশিয়া কাপে ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে সাকিব আল হাসানরা মাত্র জিতেছেন ১টি ম্যাচে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলে একমাত্র রশিদ খান-মহম্মদ নবিদের হারায় টাইগার্সরা। এ বার দেখার আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কেমন পারফর্ম করে। আজ ভারতের হয়ে ওডিআই ডেবিউ হল তরুণ তুর্কি তিলক ভার্মার (Tilak Varma)। টিম ইন্ডিয়ার একাদশে ৫ পরিবর্তন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত বনাম বাংলাদেশ ম্যাচের টস আপডেট ও দুই দলের একাদশ।

বাংলাদেশের বিরুদ্ধে টস জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টে বাকি যে ক’টি ম্যাচে টস জিতেছিলেন রোহিত, তাতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন। অবশ্য সুপার ফোরের শেষ ম্যাচে তিনি উল্টোটা বাছলেন। প্রথমে সাকিবদের ব্যাট করতে পাঠালেন রোহিত। টসের আগে তরুণ ক্রিকেটার তিলক ভার্মার হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতের ক্যাপ্টেন রোহিত।

টসের পর রোহিত বলেন, ‘আজ আমরা প্রথমে ফিল্ডিং করব। আমরা এই টুর্নামেন্টে এর আগে শুরুতে ফিল্ডিং করিনি। উইকেট ভালোই মনে হচ্ছে। আজ এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হচ্ছে, যারা এর আগে একটি ম্যাচেও খেলার সুযোগ পায়নি। একাদশে আজ পাঁচটি পরিবর্তন। ডেবিউ হল তিলক ভার্মার। মহম্মদ সামি, প্রসিধ কৃষ্ণা আর সূর্যকুমার একাদশে এসেছে।’

ভারতের একাদশে আজ ৫ পরিবর্তন।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর মহম্মদ সামি ও প্রসিধ কৃষ্ণা।

টসের পর সাকিব বলেন, ‘আমি কী করব, তা নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিলাম। প্রথমে ব্যাট করাটা আমাদের জন্য খারাপ হবে না। তানজিমের ডেবিউ হচ্ছে। ওর জন্য় ভালো লাগছে। বিশ্বকাপের আগে আমরা নিজেদের সেরাটা এই ম্যাচে দিতে চাই।’

ভারতীয় দলের পাশাপাশি বাংলাদেশ টিমেও আজ এক ক্রিকেটারের ওডিআই ডেবিউ হল তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Next Article