মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরের নভেম্বরে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা মেগ ল্যানিং। পূর্ণ দায়িত্বে প্রথম সিরিজে ক্যাপ্টেন্সি করলেন অ্যালিসা হিলি। অবশ্য হিলি অজি টিমের পূর্ণ দায়িত্ব নিলেও ভারতের কাছে ওয়াংখেড়ে টেস্টে হারের মুখ দেখতে হয়েছে তাঁর দলকে। তবুও আলোচনায় অজি অধিনায়ক অ্যালিসা হিলি। কারণ, অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট (Test Cricket) জয়ের পর যখন ভারতীয় দল উৎসবে মেতে উঠেছিল, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন প্রতিপক্ষ অধিনায়ক। এমন দৃশ্য ক্রিকেট মহল আগে দেখেছে বলে মনে করতে পারছে না। ক’দিন আগেই IPL নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। স্পিরিট অব ক্রিকেটে আলোচনায় এ বার তাঁর স্ত্রী অ্যালিসা হিলি (Alyssa Healy)।
প্রতিপক্ষ ক্যাপ্টেন যখন ফটোগ্রাফার
সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে ভারতীয় টিমের ‘ফটোগ্রাফার’ অ্যালিসা হিলির ছবি। হেরে গিয়েও প্রতিপক্ষর উৎসবের মুহূর্ত ক্যামেরাবন্দি করা সহজ কাজ নয়। আর সেটাই হাসিমুখে করেন অজি অধিনায়ক হিলি। বিসিসিআই উইমেন্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।
কেন হঠাৎ ভারতীয় টিমের ফটোগ্রাফার হলেন হিলি?
ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ হারার পর, টিম ইন্ডিয়ার ছবি তোলেন অ্যালিসা হিলি। ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে হিলি জানিয়েছেন ওভাবে কেন তিনি ভারতীয় টিমের ছবি তুলেছিলেন। হিলির কথায়, ‘ওই ক্যামেরাটা আমার ছিল না। ওখানে ক্যামেরাম্যানদের পিছনে সরিয়ে দেওয়া হচ্ছিল। তাই আমি সেই সময় ভেবেছিলাম, ক্যামেরাম্যানদের একটা ভালো ও ক্লোজ ছবি তুলে দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভারতীয় দলের অর্ধেকেরও বেশি জনকে বাদ দিয়ে ফেলি। তাই আমার মনে হয়, ওরা ওই ছবিটা ব্যবহার করবে বলে।’ হিলি অবশ্য সঠিক ছিলেন না। কারণ বিসিসিআই উইমেন্সের সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুরু করে সর্বত্র ওই ভিডিয়ো ও অ্যালিসা হিলির ফটোগ্রাফারের ভূমিকা পালন করার ছবি ভাইরাল।
এক ঝলকে দেখে নিন সেই ভিডিয়ো —
Spirit of Cricket 🤝
Australia Captain Alyssa Healy on that gesture to click a special moment, ft. #TeamIndia 📸 👏#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/PJ6ZlIKGMb
— BCCI Women (@BCCIWomen) December 24, 2023