সিডনিঃ রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করার জন্য ক্ষমা চাইলেন টিম পেইন। একা অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনই নন, ক্ষমাপ্রার্থী ডেভিড ওয়ার্নারও। দুই ভারতীয় ক্রিকেটার জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য।সিডনির পঞ্চম দিন পেইন যখন অশ্বিনকে স্লেজিং করছিলেন, তা পরিষ্কার শোনা গিয়েছিল স্টাম্প মাইকে। পেইনের ওই আচরণ অনেকেই মেনে নিতে পারেননি। অশ্বিন অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন অজি অধিনায়ককে। মঙ্গলবার পেইন বলেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরই আমি অশ্বিনের কাছে যাই। ওকে বলেছিলাম, দেখো আমাকে কেমন বোকা বোকা লাগছে। তুমি যখন তোমার মুখ খুলে একটা ক্যাচ মিস করে, তখন তোমার বোধহয় নিজের প্রতিই হাসি পায়।’ সঙ্গে জুড়েছেন, ‘আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, একজন গর্বিত ক্যাপ্টেন যে ভাবে টিম চালায়।’
অন্য দিকে আবার ওয়ার্নার নিজের ইন্সটাগ্রামে বর্ণবিদ্বেষ বিতর্ক নিয়ে লিখেছেন, ‘সিরাজ আর ভারতীয় টিমের কাছে আলাদা করে ক্ষমা চাইছি। বর্ণবিদ্বেষমূলক কোনও ব্যাপারকেই কোনও ভাবে সমর্থন করা যায় না। আমার দেশের জনতার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা রাখি।’
আরও পড়ুন:দ্বিতীয় দফায় অন্য অঙ্ক, বলছেন সঞ্জয়
সিডনি টেস্ট ড্র করাটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না টিম পেইন। আক্ষেপ নিয়ে বলেছেন, ‘আমার ক্যাপ্টেন্সি মোটেও ভালো হয়নি। ম্য়াচের চাপ নিতে পারিনি। ওই চাপটা আমার উপর যে গভীর প্রভাব ফেলেছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই।’