দ্বিতীয় দফায় অন্য অঙ্ক, বলছেন সঞ্জয়
শনিবার দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া
গোয়া: মর্যাদার ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে আইএসএলের প্রথম লেগ শেষ করেছে লোবেরোর দল। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে হাবাসের দল। তাই দ্বিতীয় লেগে কাজটা বেশ কঠিন রয় কৃষ্ণাদের কাছে। কেননা লিগের সেরা দলই সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি এটিকে। ফলে চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগও পায়নি হাবাসের দল। এ বার এটিকে মোহনবাগানের প্রথম টার্গেট লিগ চ্যাম্পিয়ন হওয়াই। তবে সেই লক্ষ্যে পৌঁছনোর কাজটা এই মুহূর্তে বেশ কঠিন সবুজ-মেরুনের সামনে।
When you don’t have a good day at the office, it means you have to work harder to turn things around. Thank you all for always being there through the highs and the lows. We’ll come back stronger?. #Eksathe #joymohunbagan?❤️ pic.twitter.com/uaOY8pA0Po
— Roy Krishna ???? (@RoyKrishna21) January 12, 2021
মুম্বইয়ের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথম লেগ শেষ করলেও আশা হারাচ্ছেন না এটিকে মোহনবাগানের সহকারি কোচ সঞ্জয় সেন। এই মুহূর্তে গোয়ায় কোয়ারেন্টিনে আছেন সবুজ-মেরুনের আই লিগ জয়ী কোচ। হোটেলের ঘরে বসেই দলের হার দেখেছেন সঞ্জয়। আই লিগ জয়ী কোচ বলছেন, ‘৫ পয়েন্টের ফারাক থাকায় মুম্বই অনেক ভালো জায়গায়। দ্বিতীয় লেগে অনেক অঙ্ক কষে এগোতে পারবে লোবেরো। তবে লিগে অনেক অঘটন ঘটছে। তাই মুম্বই হারবে না, তা বলা যায় না। আমাদের পক্ষে অবশ্যই শীর্ষে থেকে লিগ শেষ করা সম্ভব।’
আরও পড়ুন:যখন ১১-ই আচ্ছন্ন বিরাট
সোমবার রাতের হারকে একটা খারাপ দিন হিসাবেই দেখতে চাইছেন সঞ্জয় সেন। হাবাসের ডেপুটির মতে, ‘যোগ্য দল হিসাবেই জিতেছে মু্ম্বই সিটি এফসি। প্রথমার্ধে একদমই খেলতে পারিনি আমরা। বলা যায় নাস্তানাবুদ হতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই গোছাতে পেরেছি। লোক বাড়াতে পেরেছি। চান্সও তৈরি হয়েছে। এডু গার্সিয়ার একটা শটও পোস্টে লেগেও ফেরে। সব মিলিয়ে দিনটা আমাদের ছিল না।’
শনিবার দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া। ছন্দে ফেরার লড়াইটা ফতোরদা থেকেই শুরু করতে মরিয়া রয় কৃষ্ণারা।