বোমাস-ওগবেচেদের দুরন্ত ফুটবলে ম্লান এটিকে মোহনবাগান

১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই সিটি এফসি। ২০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে হাবাসের এটিকে মোহনবাগান।

বোমাস-ওগবেচেদের দুরন্ত ফুটবলে ম্লান এটিকে মোহনবাগান
মুম্বই সিটি এফসির কাছে হার রয় কৃষ্ণাদের। ছবি-আইএসএল।
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 10:37 PM

গোয়া: হাবাসকে টেক্কা লোবেরোর। দুই স্প্যানিশ কোচের ট্যাকটিক্যাল লড়াইয়ে শেষ হাসি হাসলেন সের্জিও লোবেরো। ফাতোরদায় আইএসএলের মেগা ম্যাচে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারাল মুম্বই সিটি এফসি। চড়া মেজাজে গড়াল ম্যাচ। মাথা গরম করতে দেখা গেল দুই দলের ফুটবলারদেরই। তবে হাসিমুখে মাঠ ছাড়লেন বোমাস-ওগবেচেরা। প্রথম পর্যায়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল লোবেরোর দল। ৬৯ মিনিটে ফরাসী তারকা হুগো বোমাসের সোলো রান, নিখুঁত পাসিং আর ওগবেচের দুরন্ত ফিনিশিংয়েই খেল খতম করে দিল মুম্বই। লোবেরোর বুদ্ধিদীপ্ত কোচিংয়েই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মুম্বই সিটি এফসি। রক্ষণাত্মক রণনীতি নিতে গিয়েই ডুবলেন হাবাস।

নর্থ ইস্ট ম্যাচের দলে ৩টি পরিবর্তন আনেন অ্যান্তোনিও হাবাস। চোট সারিয়ে প্রথম এগারোয় ফেরেন জাবি হার্নান্ডেজ। প্রবীর আর সাহিলের বদলে শুরুতে মনবীর আর গ্লেন মার্টিনকে খেলান হাবাস। কার্ড সমস্যার জন্য মুম্বই দলে ছিলেন না জাহু। লে ফন্ড্রেকে বসিয়ে ওগবেচেকে শুরু থেকে খেলান সের্জিও লোবেরো। জাহু না থাকলেও হুগো বোমাস, সান্তানা, ওগবেচেদের আক্রমণাত্মক ফুটবলেই ৩ পয়েন্ট ঘরে তুলল মুম্বই সিটি এফসি। প্রথমার্ধের ১৩ মিনিটেই এগিয়ে যেতে পারত মুম্বই। জটলার মধ্যে থেকে সবুজ-মেরুনের গোললাইন সেভ করেন অরিন্দম ভট্টাচার্য। প্রথমার্ধের শেষ লগ্নে বিপিন সিংয়ের শট প্রীতম কোটালের গায়ে লেগে বাইরে যায়।

দ্বিতীয়ার্ধে প্রবীর দাস আর প্রণয় হালদারকে মাঠে নামান হাবাস। ৫৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। এডু গার্সিয়ার শট মুম্বই গোলরক্ষক অমরিন্দরকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ৬৯ মিনিটে হুগো বোমাসের সোলো রানেই শেষ হয়ে যায় সবুজ-মেরুন ডিফেন্স। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বিপক্ষের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে সান্তানার সঙ্গে ওয়াল খেলেন বোমাস। ছোট্ট হিলে বল বাড়ান ওগবেচেকে। সেখান থেকে জয়সূচক গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার (১-০)।

৭৩ মিনিটে ২-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা লে ফন্ড্রে। অরিন্দমকে একা পেয়েও তাঁর গায়ে বল মারেন লে ফন্ড্রে। ৮৩ মিনিটে ডেভিড উইলিয়ামসের জোরালো শট মুম্বই ডিফেন্ডার মৌরতাদা ফলের মাথায় লেগে বাইরে যায়।

আরও পড়ুন:চোট? যন্ত্রণা? দেশের আগে তো কিছুই নয়!

বাগান সুপারস্টার রয় কৃষ্ণাকে এদিন বোতলবন্দি করে রাখলেন ফল। এডু গার্সিয়া ছাড়া এটিকে মোহনবাগানের কোনও ফুটবলারকেই এ দিন চোখে পড়ল না। রয় কৃষ্ণা আটকে গেলে পুরো টিমই দাঁড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় পর্ব শুরুর আগে এটাই চিন্তায় রাখছে হাবাসকে। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মুম্বই সিটি এফসি। ২০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে হাবাসের এটিকে মোহনবাগান।