T20 World Cup 2022: সেমিতে নিউজিল্যান্ড, কোনওরকমে জিতে ইংল্যান্ডকে চাপে রাখল অজিরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 04, 2022 | 5:42 PM

Australia: অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শেষের আগেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে ইংল্যান্ডকে চাপে রাখল অজিরা।

T20 World Cup 2022: সেমিতে নিউজিল্যান্ড, কোনওরকমে জিতে ইংল্যান্ডকে চাপে রাখল অজিরা
অল্পের জন্য আফগানিস্তানকে জেতাতে পারলেন না রশিদ খান।
Image Credit source: AFP

Follow Us

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) সেমিফাইনালের ক্ষীণ আশাও বাঁচিয়ে রাখতে জিততেই হত অস্ট্রেলিয়াকে (Australia)। সেই ম্যাচেও প্রবল চাপে পড়ল অজিরা। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে বিশাল বড় ব্যবধানে জিততে হত। তাতে নিউজিল্যান্ডকে সেমিফাইনালের জন্য অপেক্ষা করতে হত। দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জেতায় তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ শেষের আগেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে ইংল্যান্ডকে চাপে রাখল অজিরা। আগামিকাল ইংল্য়ান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র ইংল্যান্ড হারলেই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল সম্ভব। জিতলে ইংল্যান্ডই সেমিফাইনালে।

টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। চোটের কারণে অস্ট্রেলিয়া এ দিন তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ, টিম ডেভিড, মিচেল স্টার্ক খেলতে পারেননি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করেন ক্যামেরন গ্রিন। ভারত সফরে প্রথম বার ওপেন করেই সাফল্য পেয়েছিলেন গ্রিন। আফগানদের বিরুদ্ধে ফিরলেন ৩ রানে। ওয়ার্নার ১৮ বলে ২৫ রান করেন। মিচেল মার্শ ৩০ বলে ৪৫ রান। অজি ইনিংসকে বড় রানের স্বপ্ন দেখিয়েছিলেন মার্কাস স্টইনিস-গ্লেন ম্যাক্সওয়েল। স্টইনিস ২১ বলে ২৫ রানে ফেরেন। গ্লেন ম্যাক্সওয়েলের ৩২ বলে ৫৪ রানের ইনিংস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে অজিরা। এই রান নিয়েও শেষ বল অবধি জয়ের অপেক্ষা করতে হল অজিদের। সৌজন্যে রশিদ খান।

অস্ট্রেলিয়ার জয়ে সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল শ্রীলঙ্কা। তবে তাদের হাতেই এখন অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য। শ্রীলঙ্কার হারানোর কিছু নেই। তারা জিতে ইংল্যান্ডকে ছিটকে দিতে পারে। আফগানিস্তান এ দিনই প্রায় গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিচ্ছিল। রশিদ খান বল হাতে স্টইনিসকে ফিরিয়ে অজি শিবিরে চাপ ফেলেছিলেন। ব্যাট হাতেও তাই করলেন। গ্যালারিতে উপস্থিত আফগান সমর্থকদের যেমন বিনোদন দিলেন তেমনই স্নায়ুর চাপে ভোগালেন অজি সমর্থকদের। শেষ ওভারে ২২ রানের লক্ষ্য দাঁড়ায় আফগানিস্তানের। রশিদ খান যে মেজাজে ব্যাট করছিলেন, তাতে অসম্ভব ছিল না। মার্কাস স্টইনিসের ওভারে ১৬ রান তোলেন রশিদ। ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রশিদ খান।

Next Article