ICC Rankings: ব্যাটিং ক্রমতালিকায় টপ থ্রি-তে অস্ট্রেলিয়া! রোহিতরা আইসিসি ব়্যাঙ্কিংয়ে কোথায়?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 14, 2023 | 4:29 PM

ICC Test Cricket Rankings: বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তেমনই অলরআউন্ডারের তালিকায় প্রথম দুটি স্থান জাডেজা, অশ্বিনের দখলে।

ICC Rankings: ব্যাটিং ক্রমতালিকায় টপ থ্রি-তে অস্ট্রেলিয়া! রোহিতরা আইসিসি ব়্যাঙ্কিংয়ে কোথায়?
Image Credit source: ICC

Follow Us

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ওভালে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৩ রানের বিশাল স্কোর হেডের। সেঞ্চুরি করেন স্টিভ স্মিথও। এই জুটির সৌজন্যেই কার্যত ম্যাচের রং বদলে যায়। প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। শেষ অবধি ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুরন্ত শতরানের সৌজন্যে আইসিসি টেস্ট ব্যাটিং ক্রমতালিকায় উন্নতি হল ট্রাভিস হেডের। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ। ওভালে শতরানের সৌজন্যে তৃতীয় স্থানে উঠে এলেন ট্রাভিস হেড। ব্যাটিং ক্রমতালিকায় প্রথম তিনটি স্থানই অস্ট্রেলিয়ার দখলে। ভারতীয় ব্যাটাররা ক্রমতালিকায় কোথায়, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এই প্রথম বার কোনও এক দেশের তিন ব্যাটার টপ থ্রি দখল করেছেন তা নয় ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড এবং ল্যারি গোমস টেস্ট ক্রমতালিকায় প্রথম তিনে ছিলেন। সেই রেকর্ডে ভাগ বসাল অস্ট্রেলিয়া। ওভালে সেঞ্চুরির সৌজন্যে তিন ধাপ উন্নতি হয়েছে ট্রাভিস হেডের। প্রথম দশে থাকলেও অবনতি হয়েছে অজি ওপেনার উসমান খোয়াজার। ওভালে প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতা। তার জেরেই অবনতি। নবম স্থানে রয়েছেন উসমান।

টেস্ট ব্যাটিং ক্রমতালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি ঋষভ পন্থ। গত ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। সেই থেকে মাঠের বাইরে। রিহ্যাব চলছে তাঁর। খেললে ক্রমতালিকায় আরও উন্নতি হত বলাই যায়। ঋষভ রয়েছেন দশম স্থানে। প্রথম দশে ভারতের আর কোনও ব্যাটার নেই। অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ব্যাটিং ক্রমতালিকায় রয়েছেন ১২ ও ১৩ নম্বরে। বোলিং ক্রমতালিকায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন বলতে নাথান লিয়ঁর উন্নতি। ওভালে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন অজি অফস্পিনার। দু-ধাপ উন্নতি হল তাঁর। ইংল্যান্ড পেসার ওলি রবিনসনের সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছেন নাথান লিয়ঁ। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তেমনই অলরআউন্ডারের তালিকায় প্রথম দুটি স্থান জাডেজা, অশ্বিনের দখলে।

Next Article