১৩১ রানের লিড,মেলবোর্নে স্বপ্ন দেখাচ্ছে টিম ইন্ডিয়া

sushovan mukherjee |

Dec 28, 2020 | 10:20 AM

প্রথম ইনিংসে ৩২৬ রান করে ভারত

১৩১ রানের লিড,মেলবোর্নে স্বপ্ন দেখাচ্ছে টিম ইন্ডিয়া
লাবুসানেকে আউট করার পর অশ্বিনের উচ্ছ্বাস। ছবি-বিসিসিআই।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভাল জায়গায় ভারত। প্রথম ইনিংসে ১৩১ রানের লিড পায় টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের সকালে ৩২৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন অধিনায়ক রাহানে। ৫৭ রান করেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দল শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪৯ রানে। ষষ্ঠ উইকেটে রাহানে আর জাদেজার ১২১ রানের পার্টনারশিপই ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়।

আরও পড়ুন:দশকের সেরা টেস্ট অধিনায়ক বিরাট

 

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক আর লিঁয় ৩টে করে উইকেট পান। কামিন্স পান ২ উইকেট। ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জো বার্নসকে আউট করে প্যাভিলিয়ানে ফেরান উমেশ যাদব। চা বিরতির ঠিক আগে লাবুসানেকে তুলে নিয়ে অসি শিবিরে জোরাল ধাক্কা দেন অশ্বিন। আগের ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল লাবুসানেরই। সোমবার মাত্র ২৮ রান করেন। চা বিরতির ঠিক পরেই স্মিথকে আউট করেন বুমরা। চলতি সিরিজে স্মিথের ব্যর্থতা অব্যাহত।

Next Article