TV9 বাংলা ডিজিটাল: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভাল জায়গায় ভারত। প্রথম ইনিংসে ১৩১ রানের লিড পায় টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের সকালে ৩২৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন অধিনায়ক রাহানে। ৫৭ রান করেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দল শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪৯ রানে। ষষ্ঠ উইকেটে রাহানে আর জাদেজার ১২১ রানের পার্টনারশিপই ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়।
It’s Tea on Day 3 of the 2nd #AUSvIND Test!
2⃣ wickets for #TeamIndia
6⃣5⃣ runs for AustraliaThe final session of the day to commence shortly.
Scorecard ? https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/AUj3jwIUNs
— BCCI (@BCCI) December 28, 2020
আরও পড়ুন:দশকের সেরা টেস্ট অধিনায়ক বিরাট
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক আর লিঁয় ৩টে করে উইকেট পান। কামিন্স পান ২ উইকেট। ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জো বার্নসকে আউট করে প্যাভিলিয়ানে ফেরান উমেশ যাদব। চা বিরতির ঠিক আগে লাবুসানেকে তুলে নিয়ে অসি শিবিরে জোরাল ধাক্কা দেন অশ্বিন। আগের ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল লাবুসানেরই। সোমবার মাত্র ২৮ রান করেন। চা বিরতির ঠিক পরেই স্মিথকে আউট করেন বুমরা। চলতি সিরিজে স্মিথের ব্যর্থতা অব্যাহত।