হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেডেরার

sushovan mukherjee |

Dec 28, 2020 | 1:09 PM

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেই শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেডেরার

হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেডেরার
হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেনে নেই ফেডেরার। ছবি-টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: নতুন বছর শুরুর আগেই ধাক্কা খেলেন রজার ফেডেরার। অস্ট্রেলিয়ান ওপেনে নেই ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। হাঁটুর চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার। অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই শুরু হবে নতুন বছরের গ্র্যান্ডস্ল্যাম। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

টেনিস কেরিয়ারে এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে নেই রজার ফেডেরার। ২০০০ সালে টেনিস সার্কিটে অভিষেক হয় সুইস সুপারস্টারের। ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার। ফেডেরারের না থাকায় ধাক্কা খেল টুর্নামেণ্টের আয়োজকরাও। এই বছরের ফেব্রুয়ারিতে ফেডেরারের ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়। বছরের মাঝপথে দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ফেডেরারের হাঁটুতে । রিকোভারি সেশনে থাকায় এই মরশুমে আর কোনও ম্যাচ খেলেনি ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা।

আরও পড়ুন:এগিয়ে গিয়েও ড্র লিভারপুলের

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেই শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেডেরার। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান তিনি। ২০২১ সালের টোকিও অলিম্পিককেই টেনিস সার্কিটে ফেরার জন্য চোখ করছেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইস সুপারস্টার। ফেডেরারের অনুপস্থিতিতে অনেকটাই জৌলুশহীন হয়ে গেল এবারের অস্ট্রেলিয়ান ওপেন। এবারের টুর্নামেন্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। টুর্নামেণ্ট শুরুর ১৪ দিন আগে প্রত্যেক খেলোয়াড়কে মেলবোর্নে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে।

Next Article