TV9 বাংলা ডিজিটাল: বিরাট কোহলির বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামার পরামর্শ দিচ্ছেন অ্যারন ফিঞ্চ। যাতে থাকে চমৎকার ভারসাম্য। সঙ্গে সতর্কও করছেন, বিরাটকে অতি মাত্রায় খোঁচা দিলে কিন্তু আগ্রাসী হয়ে উঠতে পারেন। আর সেটা হলে ভারতীয় টিমের ক্যাপ্টেনকে সামলাতে মুশকিল হবে।
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দিন রাতের ওই টেস্টে কাউকেই এগিয়ে রাখছে না ক্রিকেটমহল। অস্ট্রেলিয়ায় এই প্রথম গোলাপি বলে টেস্ট খেললেও টিম পেইনের অস্ট্রেলিয়াকে সামলানোর ক্ষমতা আছে ভারতের। গত সফরে ২-১ টেস্ট সিরিজ জেতা ভারতকে নিয়ে অজিদের সাদা বলের ক্যাপ্টেন ফিঞ্চ বলেছেন, ‘আমার মনে হয় নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামার মতো যথেষ্ট সময় আছে। আর সেটা গুছিয়ে করতে পারলে অস্ট্রেলিয়া শক্ত জমির উপর দাঁড়াতে পারবে। আর তার জন্য দরকার চমৎকার ভারসাম্য। কেউই চাইবে না বিরাট তেতে যাক। সেটা যদি হয়, তা হলে কিন্তু ও আগ্রাসী হয়ে উঠতে পারে।’
আরও পড়ুন: ১০০ শতাংশ ফিট নন, অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত ফেডেরার
প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে যাবেন বিরাট। গত বার ফিঞ্চ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজটা খেলেছিলেন। বিরাটকেও খুব ভালো করে চেনেন। আরসিবিতে বিরাটের ক্যাপ্টেন্সিতেই খেলেছেন এই আইপিএলেও। আমিরশাহির আইপিএলটা খেলার সময় বিরাটের মধ্যে যে আত্মবিশ্বাস দেখেছিলেন, তা বেশ চমকে দিয়েছিল ফিঞ্চকে। বলেছেন, ‘ও নিজের জন্য যে ভাবে পরিকল্পনা করেছিল, প্রস্তুতি নিয়েছিল, আমি সত্যিই অবাক হয়েছিলাম দেখে। বিরাট কিন্তু বিপক্ষের থেকে অনেক বেশি গুরুত্ব নিজের টিমকে দেয়। টিমের প্রত্যকের প্রতি ওর যে আস্থা, বিশ্বাস ছিল, সেটা বেশ অবাক করার মতো। টিমের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে সময়ও কাটাতে দেখেছি ওকে। আমি বরাবর বিরাটের বিরুদ্ধেই খেলেছি। এই প্রথম ওর সঙ্গে খেলতে গিয়ে ওকে দেখে অবাক হয়েছি।’