TV9 বাংলা ডিজিটাল – বল গড়াতে এখনও আটচল্লিশ ঘণ্টা দেরি। তারই মধ্যে শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার (Australia) সেই পুরোনো চাপের খেলা। ভারতীয় শিবিরকে চাপে রাখতে ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) ‘লক্ষ্য’ করছেন অজি কোচ।
জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) বলেই দিয়েছেন, ‘বিরাট দারুণ প্লেয়ার। সামনে থেকে নেতৃত্ব দেয়। ওকে সম্মানও করি। কিন্তু ওর বিরুদ্ধে নামার আগে আমরা যথেষ্ট তৈরি থাকছি। কারণ, ক্যাপ্টেন আর ব্যাটসম্যান হিসেবে ও যে টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ, খুব ভালো করেই জানি আমরা। তাই নির্দিষ্ট পরিকল্পনা থাকছে বিরাটের জন্য।’
Take a look at the big talking points with @samuelfez and a quick view of the Adelaide Oval pitch ahead of the first #AUSvIND Test pic.twitter.com/gyuAZD8t9M
— cricket.com.au (@cricketcomau) December 15, 2020
বিরাট যদি ক্রিজে জমে যান, তা হলে যে রানের পাহাড় গড়বেন, ভালো করেই জানে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট। অ্যাডিলেডেই যাতে টিমকে এগিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই ব্যাট করতে নামবেন তিনি। সে কথা মাথায় রেখেই ল্যাঙ্গার শুনিয়ে রাখছেন, ‘যে পরিকল্পনা করা হয়েছে, সেটা টিমকে মাঠে নেমে কার্যকর করতে হবে। আশা করি ও রান পাওয়ার আগেই আমরা আউট করতে পারব। এটা মানতেই হবে যে, বিরাটের টিমে থাকাটাই একটা বড় প্রভাব। আমাদের বিরুদ্ধে ও একটা বড় ফ্যাক্টর।’
আরও পড়ুন – ফ্লাডলাইটে গোলাপি বল সামলানো কঠিন, বলছেন রাহানে
বিরাটকে থামাতে মরিয়া অস্ট্রেলিয়া কি স্লেজিংও করবে? এ প্রশ্নে ল্যাঙ্গারের উত্তর, ‘বিরাটকে কী ভাবে আউট করা যায়, তা নিয়েই কথা বলেছি আমরা। ওকে স্লেজিং করব কিনা, সে সব ফালতু বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি আমাদের। আমরা আমাদের স্কিলের উপর আস্থা রাখছি। খুব বেশি আবেগও রাখতে চাই না। খেলায় আবেগ থাকবেই। কিন্তু সেটা নিয়ন্ত্রণও করা দরকার।’
ভারতের তুলনায় অনেক বেশি দিন-রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তবু ল্যাঙ্গারের মনে হচ্ছে না, তাঁর টিম বাড়তি সুবিধা পাবে। ‘আমি বরাবর একটা জিনিস মানি, সেরা প্লেয়ার আর সেরা টিম বড় ম্যাচে ঠিক জ্বলে ওঠে। সেটা লাল বলে হোক আর গোলাপি বলে, সেরা প্লেয়ার সেরাটাই দেবে। আর তাই অতীতে কী হয়েছে, সেটা মাথায় রেখে নামার কোনও মানে হয় না।’
আরও পড়ুন – শুভমানে মুগ্ধ বর্ডার-গাভাসকর
গত সফরে অস্ট্রেলিয়া থেকে প্রথম বার টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। অস্ট্রেলিয়া কিন্তু বদলা নেওয়ার ভাবনা নিয়ে মাঠে নামবে না। ল্যাঙ্গার সাফ বলছেন, ‘ক্রিকেটে বদলা শব্দটার কোনও গুরুত্ব নেই। আমরা সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব। কিন্তু সেটা ক্রিকেটের স্পিরিট মেনেই।’