AUS vs PAK, ICC World Cup 2023 Highlights: রেকর্ড রান তাড়া হল না, টানা হার পাকিস্তানের
Australia vs Pakistan,ICC world Cup 2023 Live Score Updates: অন্যদিকে মাত্রা একবারই জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবেন প্যাট কামিন্সরা। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন

বেঙ্গালুরু: ডেভিড ওয়ার্নারের মতো বিধ্বংসী ব্যাটারের ক্যাচ ফেলে জয়ের স্বপ্ন না দেখাই শ্রেয়। পাকিস্তানের ক্ষেত্রেও যেন তাই হল। আগের ম্যাচে ভারত, এ বার অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় হার পাকিস্তানের। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ১৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া (Australia) ও পাকিস্তান। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের বড় সেঞ্চুরি। ১০ রানে ওয়ার্নারের ক্যাচ পড়েছিল। তাঁর ব্যাটেই ১৬৩ রান। পাকিস্তানকে ৩৬৮ রানের বিশাল লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে ৩০৫ রানেই অলআউট পাকিস্তান। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: ট্র্যাকে ফিরল অস্ট্রেলিয়া!
প্রথম দু-ম্যাচ হেরে চাপে ছিল অস্ট্রেলিয়া। পরপর দুটি জয়ে ট্র্যাকে ফিরল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিস্তারিত পড়ুন : ছোট মাঠে বড় রান, ‘রুদ্ধশ্বাস’ জয় অস্ট্রেলিয়ার
-
ICC World Cup: রিজওয়ান ম্যাজিক কাজে দেবে!
বাকি আর দশ ওভার। পাকিস্তানের চাই ৯৬ রান। রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। যদিও জাম্পার নতুন ওভার অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাল। এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন পাকিস্তানের।
-
-
ICC World Cup: দুই ওপেনার ফিরতেই বিপর্যয়
রেকর্ড রান তাড়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল পাকিস্তানের। দুই ওপেনারকে ফিরিয়ে চাপ তৈরি করছিল অস্ট্রেলিয়া। এ বার জাম্পার বোলিংয়ে কামিন্সে অনবদ্য ক্যাচে ফিরলেন বাবর আজম। ক্যাপ্টেনের ক্যাচ নিলেন ক্যাপ্টেন।
-
ICC World Cup: জোড়া ক্যাচ মিস, চাপে অজিরা
জোড়া ক্যাচ মিস অস্ট্রেলিয়ার। বিনা উইকেটে একশো পেরিয়ে গিয়েছে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই চাপে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ক্যাচ পড়েছিল ১০ রানে। সেখান থেকে ১৬৩ রানের ইনিংস। পাক ব্যাটাররাও এমন কিছু করলে…! ইমামও হাফসেঞ্চুরিতে পৌঁছলেন।
-
ICC World Cup: রান রেট প্রায় ৯!
ইমাম উল হক ও আব্দুল্লা শফিক জুটি এখনও অবধি অনবদ্য। রেকর্ড রান তাড়ায় সঠিক পথেই রয়েছে পাকিস্তান।
-
-
ICC World Cup: রেকর্ড গড়বে পাকিস্তান?
বিশ্বকাপে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। এ বারের বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই রেকর্ড গড়েছে পাকিস্তান। আজ অস্ট্রেলিয়াকে হারাতে হলে আরও একটা রেকর্ড গড়তে হবে।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন ওয়ার্নার
১৬৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে এটা চতুর্থ সেঞ্চুরি তাঁর।
-
ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে বিপর্যয়
সহ অধিনায়ক শাদাব খানের পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয়েছিল উসামা মিরকে। বিশ্বকাপ অভিষেকই চমক! প্রথম উইকেট স্টিভ স্মিথের।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন ম্য়াক্সওয়েল
পর-পর উইকেট হারাল অস্ট্রেলিয়া। খালি হাতেই ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।
-
ICC ODI World Cup 2023: বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে
আগের বলেই সেঞ্চুরি পূর্ণ হয়েছে মিচেল মার্শের। ১০০ বলে সেঞ্চুরিতে মিচেল।
-
ICC ODI World Cup 2023: ফর্মে ওয়ার্নার, সেঞ্চুরি
৯৯ থেকে ১০০ তে পৌঁছতে একটু সময় নিলেন। ৮৫ বলে সেঞ্চুরিতে ডেভিড ওয়ার্নার।
-
ICC World Cup 2023: উইকেটের খোঁজে পাকিস্তান
অজিদের ওপেনিং জুটি এতটাই জমাট হয়ে গিয়েছে যে, এখনও একটি উইকেট পাকিস্তানের ঝুলিতে আসেনি। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৪৪। ডেভিড ওয়ার্নার রয়েছেন ৭১ রানে। মিচেল মার্শ রয়েছেন ৬২ রানে।
-
ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি করলেন মার্শ
হাফ সেঞ্চুরি এল মার্শের ব্য়াটে।
-
ICC ODI World Cup 2023: অর্ধ শতরান ওয়ার্নারের
দলগত শতরান অস্ট্রেলিয়ারষ হাফ সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার।
-
ICC World Cup 2023: অজিদের ইনিংস শুরু
ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
-
ICC World Cup 2023: টস জিতে ফিল্ডিং করতে চায় বাবররা
টস জিতে অজিদের ব্য়াটিংয়ে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম।
-
ICC World Cup 2023: কী বলছেন বাবর?
বিস্তারিত পড়ুন: বিরিয়ানির পর, ভারতের স্টেডিয়ামের গুণ গাইতে শোনা গেল বাবর আজমকে, কী? বলছেন তিনি
-
ICC World Cup 2023: কেমন হবে পাকিস্তানের বিরুদ্ধে অজিদের লড়াই?
বিস্তারিত পড়ুন: ‘কে আছে, কে নেই’, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধাঁধায় পাকিস্তান!
Published On - Oct 20,2023 1:00 PM





