TV9 বাংলা ডিজিটাল: সিডনি টেস্টে যদি ড্রও হয়, টিম যে ব্যাপক চাপে পড়ে যাবে, খুব ভালো করেই জানে অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট। তাই অজিঙ্ক রাহানের টিমের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে নামছে টিম পেইনরা। প্রথম দুটো টেস্ট না খেলা রোহিত শর্মা ফিরছেন টিমে। তাঁর জন্যও তৈরি থাকছে অজি-ভাবনা।
অস্ট্রেলিয়ান টিমের অফস্পিনার নাথান লিয়ঁ সাফ বলেছেন, ‘রোহিত বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। ওকে থামানোটা আমাদের মতো বোলারদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেটা আমরা নিজেদের মতো করে করব। এটুকু বলেত পারি, আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
Nathan Lyon is on the verge of 100 Tests and 400 wickets, but the Aussie spinner has something else on his mind@alintaenergy | #AUSvIND pic.twitter.com/TnWSIq7YAm
— cricket.com.au (@cricketcomau) January 4, 2021
অ্যাডিলেডে জঘন্য হারের পর মেলবোর্ন টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় টিম। টিমে রোহিতের মতো ব্যাটসম্যান জুড়ে যাওয়া মানে ভারতের ব্যাটিং গভীরতা বাড়বে। যা কিছুটা হলেও চিন্তায় রাখছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে।
লিয়ঁর কথায়, ‘ভারতীয় টিমের রোহিতের অনেক অবদান। ওকে কী ভাবে ব্যবহার করা হবে, সেটা দেখার জন্য আগ্রহ রয়েছে আমাদের। ওর জন্য অবশ্য আমাদের পরিকল্পনা তৈরি। আশা করি ওকে তাড়াতাড়ি ফেরাতে পারব।’
আরও পড়ুন:পেলেকে টপকালেন রোনাল্ডো
শান্ত রাহানেকে স্লেজিং করেও চলানো যায় না, সেও মেনে নিচ্ছেন লিয়ঁ। ‘রাহানে বিশ্বমানের ব্যাটসম্যান। অসম্ভব ধৈর্যশীল। ও যখন ক্রিজে থাকে, কিছুতে টলানো যায় না। কোনও রকম স্লেজিংয়ে কানই দিতে দেখিনি ওকে।’ সঙ্গে জুড়েছেন, ‘বিরাট না থাকায় ভারতের ক্যাপ্টেন্সির দায়ভার এখন ওর কাঁধে। সামনে থেকে টিমকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। সিডনিতে ওর জন্যও তৈরি থাকছি আমরা।’
নিজে অফস্পিনার বলেই রবিচন্দ্রন অশ্বিনের যে ম্যাচ উইনার খুব ভালো করেই জানেন লিয়ঁ। এই সিরিজেও অশ্বিন চমৎকার ফর্মে আছেন। ভারতীয় স্পিনারকে সামলাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। লিয়ঁ অকপট, ‘অশ্বিন সত্যিই দারুণ বোলিং করছে। আমি আমার সারা কেরিয়ার জুড়ে এটা বারবার মেনেছি, ও বিশ্বমানের স্পিনার। আমাদের বিরুদ্ধে ও চমৎকার লাইনে বোলিং করছে। যেটা আমাদের ব্যাটসম্যানরা সামলাতে পারছে না।’