পেলেকে টপকালেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পেলের রেকর্ডকে ছাপিয়ে গেলেন। ১৯৫৬ থেকে ১৯৭৭ সালের মধ্যে নিজের কেরিয়ারে স্যান্টোস, কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ গোল করেছিলেন পেলে। পেলের সর্বাধিক গোলের সেই রেকর্ড রবিবার ভেঙে দিলেন রোনাল্ডো। সবমিলিয়ে সিআর সেভেন করে ফেললেন ৭৫৮ গোল।

| Updated on: Jan 04, 2021 | 1:18 PM
ক্লাব এবং দেশের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্লাব এবং দেশের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

1 / 5
 ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডকে টপকে গেলেন রোনাল্ডো।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডকে টপকে গেলেন রোনাল্ডো।

2 / 5
রবিবার রাতে উদিনিসের বিরুদ্ধে ৪-১ জেতে জুভেন্তাস। সেই ম্যাচে ৭৫৭তম ও ৭৫৮তম গোল সিআর সেভেনের।

রবিবার রাতে উদিনিসের বিরুদ্ধে ৪-১ জেতে জুভেন্তাস। সেই ম্যাচে ৭৫৭তম ও ৭৫৮তম গোল সিআর সেভেনের।

3 / 5
চেক স্ট্রাইকার জোসেফ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড থেকে একধাপ পিছনে রোনাল্ডো।

চেক স্ট্রাইকার জোসেফ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড থেকে একধাপ পিছনে রোনাল্ডো।

4 / 5
ক্লাব এবং দেশের হয়ে এক মরসুমে গড়ে ৪২ গোল রয়েছে রোনাল্ডোর। (সৌজন্যে-টুইটার)

ক্লাব এবং দেশের হয়ে এক মরসুমে গড়ে ৪২ গোল রয়েছে রোনাল্ডোর। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: