Yuzvendra Chahal-Dhanashree Verma: এই জায়গায় পৌঁছতে কী কষ্ট করেছি… ধনশ্রীকে ইঙ্গিত করেই কি যুজবেন্দ্র চাহালের পোস্ট?

সত্যিই কি যুজবেন্দ্র চাহালের জীবন থেকে অতীত হতে চলেছেন ধনশ্রী ভার্মা? নতুন বছরের শুরুতেই চাহালের ডিভোর্সের গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিতে ইন্সটাগ্রামে এক ইঙ্গিতবাহী স্টোরি শেয়ার করেছেন যুজি চাহাল। কী লিখেছেন ভারতীয় তারকা বোলার?

| Updated on: Jan 05, 2025 | 12:41 PM
২০২০ সালের ৮ অগস্ট যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার এনগেজমেন্ট হয়েছিল। সে বছরের ২২ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়েছিল। চার বছর পেরোতে না পেরোতেই সম্পর্কে ভাঙন?

২০২০ সালের ৮ অগস্ট যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার এনগেজমেন্ট হয়েছিল। সে বছরের ২২ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়েছিল। চার বছর পেরোতে না পেরোতেই সম্পর্কে ভাঙন?

1 / 8
নতুন বছরের শুরুতে তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে। যে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তাঁদের নিকট সূত্র জানিয়েছেন, তাঁদের ডির্ভোসের খবর সরাসরি বলা শুধু সময়ের অপেক্ষা।

নতুন বছরের শুরুতে তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে। যে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তাঁদের নিকট সূত্র জানিয়েছেন, তাঁদের ডির্ভোসের খবর সরাসরি বলা শুধু সময়ের অপেক্ষা।

2 / 8
সেই সূত্র এও জানিয়েছেন যে, প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহাল। এ কথা থেকে প্রায় পরিষ্কার যে, তাঁরা সত্যিই এ বার আলাদা হওয়ার পথে।

সেই সূত্র এও জানিয়েছেন যে, প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহাল। এ কথা থেকে প্রায় পরিষ্কার যে, তাঁরা সত্যিই এ বার আলাদা হওয়ার পথে।

3 / 8
এর মাঝে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক ইঙ্গিতবাহী পোস্ট শেয়ার করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তিনি লেখেন, 'কঠিন পরিশ্রমই বুঝিয়ে দেয় মানুষের চরিত্র কেমন। তুমিই জানো তোমার সফরটা। তুমিই জানো তোমার কষ্টটা। তুমিই জানো এখানে পৌঁছনোর জন্য তুমি কী কী করেছো। গোটা বিশ্বও সেটা জানে।'

এর মাঝে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক ইঙ্গিতবাহী পোস্ট শেয়ার করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তিনি লেখেন, 'কঠিন পরিশ্রমই বুঝিয়ে দেয় মানুষের চরিত্র কেমন। তুমিই জানো তোমার সফরটা। তুমিই জানো তোমার কষ্টটা। তুমিই জানো এখানে পৌঁছনোর জন্য তুমি কী কী করেছো। গোটা বিশ্বও সেটা জানে।'

4 / 8
সেখানেই থেমে থাকেননি চাহাল। একইসঙ্গে সেই পোস্টে আরও লেখেন, 'তুমি মাথার ঘাম পায়ে ফেলেছো তোমার বাবা মাকে গর্বিত করার জন্য। ফলে সন্তান হিসেবে মাথা উঁচু করে থাকো।'

সেখানেই থেমে থাকেননি চাহাল। একইসঙ্গে সেই পোস্টে আরও লেখেন, 'তুমি মাথার ঘাম পায়ে ফেলেছো তোমার বাবা মাকে গর্বিত করার জন্য। ফলে সন্তান হিসেবে মাথা উঁচু করে থাকো।'

5 / 8
যুজবেন্দ্র চাহালের এই পোস্ট থেকে নেটিজ়েনরা বলাবলি করছেন, ব্যক্তিগত জীবনে যে পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে চাহালকে, তাই এমন কথা ঘুরছে তাঁর মাথায়।

যুজবেন্দ্র চাহালের এই পোস্ট থেকে নেটিজ়েনরা বলাবলি করছেন, ব্যক্তিগত জীবনে যে পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে চাহালকে, তাই এমন কথা ঘুরছে তাঁর মাথায়।

6 / 8
নিজের পরিশ্রমের কথা উল্লেখ করলেও ধনশ্রীর সঙ্গে সম্পর্ক, তাঁর জীবনে ধনশ্রীর অবদান নিয়ে একটি বাক্যও খরচ করেননি চাহাল।

নিজের পরিশ্রমের কথা উল্লেখ করলেও ধনশ্রীর সঙ্গে সম্পর্ক, তাঁর জীবনে ধনশ্রীর অবদান নিয়ে একটি বাক্যও খরচ করেননি চাহাল।

7 / 8
সম্প্রতি ইন্সটাগ্রামে দু'জন একে অপরকে আনফলো করেছেন। চাহাল তো তাঁর ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি ডিলিট করেছেন। ধনশ্রী অবশ্য তা করেননি। এরপর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল হয়েছে।

সম্প্রতি ইন্সটাগ্রামে দু'জন একে অপরকে আনফলো করেছেন। চাহাল তো তাঁর ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি ডিলিট করেছেন। ধনশ্রী অবশ্য তা করেননি। এরপর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল হয়েছে।

8 / 8
Follow Us: