David Warner: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 14, 2022 | 5:01 PM

Test Cricket: সাদা বলের ফর্ম্যাটে মনসংযোগ করতেই এ বার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই টুর্নামেন্ট নিয়ে ওয়ার্নার বলেছেন...

David Warner: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের
David Warner

Follow Us

নয়াদিল্লি : আগামী বছর ইংল্যান্ডে হতে চলা অ্যাসেজ সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তাঁর অবসর নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছিল ক্রিকেট (Test Cricket) মহলে। আগেই জানিয়েছিলেন ২০২৪ টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপে খেলতে চান তিনি। কিন্তু টেস্ট কেরিয়ার নিয়ে কী ভাবছেন, তা জানাবেন পরের বছর। সম্পূর্ণ খোলসা করে না বললেও,  ওয়ার্নার ইঙ্গিত দিলেন হয়তো পরের বছর পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। কী বলছেন অজি ক্রিকেটার? তুলে ধরল TV9Bangla

মাঝে আইপিএল চলাকালীন তাঁর ফর্ম নিয়ে বেশ চর্চা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আহামরি পারফর্ম করতে পারেননি।  ৩৬ তম জন্মদিনের পর জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। সাদা বলের ফর্ম্যাটে মনসংযোগ করতেই এ বার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই টুর্নামেন্ট নিয়ে ওয়ার্নার বলেছেন, ‘আমি টি–টোয়েন্টি খেলে যাব। ২০২৪ বিশ্বকাপে খেলার চেষ্টা করব। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপেও খেলতে চাই। এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি। এই গ্রীষ্মের পুরোটা জুড়েই বিষয়টি ভেবে দেখব। টেস্ট ক্রিকেট সহ তিন সংস্করণ চালিয়ে যেতে পারব কিনা, সেটি তারপরই দেখা যাবে।’

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের পরই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন তিনি। তাঁর অবসর নিয়ে উৎসাহী লোকেদের উদ্দেশে বলেন, ‘আমি আমার জ্ঞান ছোটোদের মধ্যে বিলিয়ে দিতে চাই। আশা করি তা সাহায্যেই আসবে তাঁদের। তাই এত তাড়াতাড়ি টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছি না।” বল বিকৃতি কান্ডের পর ক্রিকেটে তাঁর নির্বাসন উঠলেও, নেতৃত্বে এখনও নির্বাসিত ওয়ার্নার। অজি বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁর নেতৃৃত্বের নির্বাসনও উঠে যেতে পারে।

অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৯৬টি টেস্টে ৭৮১৭ রান করেছেন ওয়ার্নার, সর্বোচ্চ ৩৩৫ অপরাজিত, ব্যাটিং গড় ৪৬.৫২। টেস্টে ২৪টি সেঞ্চুরি আছে এই ৩৬ বছর বয়সী বাঁ-হাতি অস্ট্রেলিয়ার তারকা ওপেনারের।২০১১ সাল থেকে দেশের হয়ে টেস্ট খেলছেন ওয়ার্নার। আইপিএল সহ ফ্র্যাঞ্চাইজি লিগ, সীমিত ওভারের ক্রিকেটে কেরিয়ার দীর্ঘ করতেই টেস্ট ছাড়তে চলেছেন ওয়ার্নার এমনটিই মনে করা হচ্ছে।

Next Article