অ্যাডিলেড: গত সপ্তাহে (২৪ ফেব্রুয়ারি) হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন উইকেটকিপার রডনি মার্শ (Rod Marsh)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কুইন্সল্যান্ডের এক হাসপাতালে। কুইন্সল্যান্ডের বুন্দাবার্গে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিতে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মার্শ। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মার্শের সঙ্গে একই গাড়িতে ছিলেন ওই চ্যারিটি ইভেন্টের ২ কর্মী। প্রাক্তন অজি উইকেটরক্ষকের অবস্থা খারাপ হতে দেখেই তাঁরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এবং কুইন্সল্যান্ডের বুন্দাবার্গ থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। সিডনি মর্নিং হেরল্ডের খবর অনুযায়ী, বুন্দাবার্গ হাসপাতালের মুখপাত্র বলেন, “সোমবার মার্শকে আন্তঃরাজ্যে স্থানান্তরিত করা হয়েছে। সংকটজনক কিন্তু স্থিতিশীল রয়েছেন তিনি।”
সিডনি মর্নিং হেরল্ডের রিপোর্ট অনুযায়ী, মার্শকে তাঁর পরিবারের কাছাকাছি থাকার জন্য অ্যাডিলেডে স্থানান্তরিত করা হয়েছে। মার্শের ছেলে পল, যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান নির্বাহী, রবিবার এক বিবৃতি জারি করে বলেছেন, তাঁর বাবা “বর্তমানে নিজের জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।”
ওই বিবৃতিতে পল বলেন, “এই মুহুর্তে, এটা একটি অপেক্ষার খেলা এবং আমারা এক মুহূর্তের জন্যও নিশ্চিত হতে পারছি না। আমরা জানি বাবার অবস্থা জানার জন্য অনেকেই আগ্রহী। এবং আমাদের পরিবার সারা বিশ্ব থেকে ভালোবাসা ও সমর্থনের বার্তা পেয়েছে। যার জন্য আমরা অভিভূত। আমরা তাদের প্রত্যেকের কথা শুনেছি এবং পড়েছি এবং সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।”
ইভেন্টের এক কর্মী মার্শের হার্ট অ্যাটাকের ব্যাপারে বলেন, ‘এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সকাল ১০টা ৫ নাগাদ গাড়িতে ওঠে রড। সাড়ে ১০টার সময় আমাকে ফোন করে গাড়িতে ডাকে। এরপরই ইভেন্টের আরেক কর্মী ডেভ আমাকে ফোন করে জানায় কী হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই ওকে। চিকিত্সকরা আমাদের জানায়, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে বিপদ বাড়তে পারত।’
রড মার্শের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন মার্শ। দেশের হয়ে ৯৬টা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ক্যাচ আর স্টাম্প মিলিয়ে মোট ৩৫৫টা শিকার রয়েছে মার্শের দখলে। ৭৪ বছরের প্রাক্তন অজি ক্রিকেটার অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধানও হয়েছিলেন। ৯৬ টেস্টে তাঁর সংগ্রহ ৩,৬৩৩ রান। ৩টে সেঞ্চুরি আর ১৬টা হাফসেঞ্চুরি রয়েছে মার্শের। দেশের হয়ে ৯২টা একদিনের ম্যাচও খেলেছেন তিনি। ৯২ ম্যাচে তাঁর সংগ্রহ ১২২৫ রান।