ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন হতে চলেছে। সৌদি আরবের শহর জেড্ডায় দু-দিন চলবে নিলাম পর্ব। ২৪-২৫ নভেম্বর আইপিএলের মেগা অকশন। একই সময় চলবে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। ২২ নভেম্বর পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ। সে কারণেই জটিল সমস্যায় অস্ট্রেলিয়ার ব্রডকাস্টার এবং তাদের ক্রিকেট টিমও। তিন কিংবদন্তি আইপিএলের অকশন টেবিলে থাকবেন। পারথ টেস্টে তাঁদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সহকারী কোচও।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সহকারী কোচও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল গড়তে নিলামের টেবিলে থাকার কথা ভেত্তোরির। সে কারণেই পারথ টেস্টে অজি ডাগআউটে থাকার সম্ভাবনা কম সহকারী কোচের। এ বারের মেগা অকশনে ১৫৭৪ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর মধ্য়ে ভাগ্য খুলবে ২০০-র মতো ক্রিকেটারের। ভারত ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে একঝাঁক তারকাও নিলামে উঠছেন।
সানরাইজার্স হায়দরাবাদ রিটেন করেছে পাঁচজনকে। তাঁরা হলেন- প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ রেড্ডি (৬ কোটি), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি) এবং ট্রাভিস হেড (১৪ কোটি)। স্কোয়াড সম্পূর্ণ করতে মেগা নিলামেই নজর। আর তার জন্য কোচের থাকা প্রয়োজন। ভেত্তোরির থাকার কথা জেড্ডায়। অন্য দিকে, অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারও আইপিএলের দলের সঙ্গে যুক্ত।
দীর্ঘ সময় দিল্লি ক্যাপিটালসে থাকার পর এ বার পঞ্জাব কিংসের হেড কোচ হয়েছেন রিকি পন্টিং। লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই দু-জনেরই পারথ টেস্টে চ্যানেল সেভেনের কমেন্ট্রি বক্সে থাকার কথা ছিল। কিন্তু আইপিএল অকশনের জন্য দুই কিংবদন্তিকে কমেন্ট্রি বক্সে দেখা যাবে না।