Shoaib on Babar: বিরাটের ‘চেজমাস্টার’ তকমা বাবরকে দিতে চাইলেন শোয়েব!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 23, 2022 | 3:26 PM

Pakistan vs England: পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ১১০ রানের ইনিংস খেলেছেন। ম্যাচ ১০ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। তারপরই বাবরের প্রশংসায় পঞ্চমুখ হলেন সেদেশে প্রাক্তন শোয়েব আখতার।

Shoaib on Babar: বিরাটের চেজমাস্টার তকমা বাবরকে দিতে চাইলেন শোয়েব!
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় টি-২০ ম্যাচ ১০ উইকেটে জিতেছে পাকিস্তান। এই ম্যাচে ব্যাট হাতে সব সমালোচনা উড়িয়ে দিলেন অধিনায়ক বাবর আজম। মেন ইন গ্রিন-কে সামনে থেকে নেতৃত্ব দিলেন, পাশাপাশি রান তাড়া করতে নেমে ৬৬ বলে ১১০ রানের বিরাট ইনিংস খেললেন বাবর। বাবরের টি-২০ শতরানের পর ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর তুলনা শুরু করে দিয়েছে পাকিস্তানিরা। পিছিয়ে রইলেন না সেদেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের জয় নিয়ে মতামত দিচ্ছিলেন শোয়েব। দেশের ক্রিকেট অধিনায়কের প্রশংসা করতে গিয়ে টেনে আনলেন বিরাটকে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, বিরাট কোহলি একসময় চেজমাস্টার ছিলেন। বাবর আজম (Babar Azam) সেই কলা আয়ত্ত করে ফেলেছেন এবং মাঠে তার প্রতিফলন ঘটাচ্ছেন। এক প্রকার বিরাটের তকমা বাবরের মাথায় চাপিয়ে দেওয়া চেষ্টা করলেন প্রাক্তন জোরে বোলার।

বৃহস্পতিবার করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯৯ রান তোলে ইংল্যান্ড। বড় রান তাড়া করতে নেমে ইংরেজদের নাকানি চোবানি খাইয়েছেন পাক ওপেনিং জুটি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। পাক অধিনায়কের ৬৬ বলে অপরাজিত ১১০ রানের সুবাদে ইংল্যান্ডের দেওয়া স্কোর টপকে যায় পাকিস্তান। ৫১ বলে ৮৮ রান রিজওয়ানের। দু’জনের জুটিতে ওঠে ২০৩ রান। এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাবর। ৬ ম্যাচে ৬৮ রান। বৃহস্পতিবার করাচিতে একটি ম্যাচে বাবরের রান গোটা এশিয়া কাপ টু্র্নামেন্টে তাঁর স্কোরকে ছাপিয়ে গিয়েছে। ১১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে পাকিস্তানের ইতিহাসে টি-২০ ফরম্যাটে একাধিক শতরানকারী প্রথম ব্যাটারে পরিণত হয়েছেন তিনি।

বাবরের প্রশংসা করে শোয়েব আখতার বলেছেন, “এই রান তাড়ার ইনিংসকে কুর্নিশ জানাই। চেজিং কথাটি একসময় বিরাট কোহলির বৈশিষ্ট্যের মধ্যে পড়ত। বাবর সেই কলাকৌশল আয়ত্ত করেছেন এবং মাঠে তার প্রতিফলন ঘটাচ্ছেন। বাবরের ক্লাস এই বিশ্বের যে কোনও ব্যাটারের থেকে অনেক উন্নত। স্ট্রাইক রেট ১৫০-১৬০ এর উপরে। তাঁর কমনীয়তা এবং শট নির্বাচন সেই ক্লাসকে বর্ণনা করে। বাবরের সাফল্যের দিনে পাকিস্তানের জয় নিশ্চিত।” বাবরের ব্যাটিং রিজওয়ানের উপর থেকে যাবতীয় চাপ সরিয়ে দিয়েছিল বলে মনে করেন শোয়েব। বর্তমানে টি-২০ ফরম্যাটে সেরা রান সংগ্রহকারী ব্যাটারের শীর্ষে রয়েছেন রিজওয়ান।

Next Article