কলম্বো: বিশ্বকাপের (Cricket World Cup) আগে মহাদেশীয় টুর্নামেন্টে আইসিসি ক্রমতালিকার শীর্ষে থেকে নেমেছিল পাকিস্তান (Pakistan)। এ বারের এশিয়া কাপে (Asia Cup 2023) অন্যতম ফেভারিট ছিল বাবর আজমের পাকিস্তান। কিন্তু সব এলোমেলো করে দিয়ে পাকিস্তানকে এশিয়া কাপ থেকে ছিটকে দিল গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার-৪ পর্বে একটি রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই হারের ফলে এ বারের মতো এশিয়া কাপে পাকিস্তানের যাত্রা শেষ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পাকিস্তানি দল নির্ধারিত ৪২ ওভারে ২৫২ রান করেছিল। শেষ বলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের শেষে রীতিমতো হতাশ পাকিস্তানের ক্রিকেটাররা। এশিয়া কাপ যাত্রা শেষে কী বললেন বাবর আজম (Babar Azam)? তাঁর মতে হারের কারণই বা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর রীতিমতো হতাশ দেখায় পাক অধিনায়ক বাবর আজমকে। ম্যাচের পর হতাশা প্রকাশ করে তিনি জানান, সেরা বোলারদের ব্যবহার করেও শ্রীলঙ্কাকে আটকাতে পারেননি তাঁরা। ম্যাচর শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘শেষ পর্যন্ত আমরা আমাদের সেরা বোলারদের নিয়ে বল করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি শাহিনকে ৪১তম ওভার দিয়েছিলাম এবং তারপর শেষ ওভার তুলে দিয়েছিলাম জামান খানের উপর। কিন্তু শ্রীলঙ্কা ভালো খেলেছে এবং তাই ওরা জিতেছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের পূর্ণ ক্ষমতা দেখাতে পারিনি, সে কারণেই আমরা হেরেছি। মাঝের ওভারে আমাদের বোলিং ভালো ছিল না। তার ফল ভোগ করতে হল। আমরা ভালো শুরু করেছি, শেষ পর্যন্ত ভালো করেছি। কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি সেটাই তথাৎ গড়ে দিল।’
এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা
পাকিস্তানকে হারিয়ে এ বারের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার টুর্নামেন্টের ফাইনালে এ বার ভারতের বিরুদ্ধে নামবে দাসুন শানাকার দল। এশিয়া কাপে এই নিয়ে একাদশ বারের মতো ফাইনালে উঠল শ্রীলঙ্কা।