ইসলামাবাদ: বাবর আজমের হাত থেকে কেড়ে নেওয়া হতে পারে নেতৃত্ব। এমনই আশঙ্কা সেদেশের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়ার (Danish Kaneria)। বর্তমানে ব্যাট হাতে মোটেও ফর্মে নেই টি-২০ ফরম্যাটের অন্যতম সেরা এই ব্যাটার। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে তোলার পিছনে বাবরের ব্যাট কাজে লাগেনি। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবরদের পারফরম্যান্সে মোটেও খুশি নয় সেদেশের ক্রিকেট বোর্ড। সামনেই টি-২০ বিশ্বকাপ। এশিয়া কাপের খেতাব খোয়ানো বাবর আজমরা অস্ট্রেলিয়ায় চাপে থাকবেন। বলছেন কানেরিয়া। বিশেষ করে অধিনায়ক বাবর আজম (Babar Azam)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের পারফরম্যান্সের উপরই নাকি নির্ভর করছে বাবরের নেতৃত্বে থাকা না থাকা। গ্রিন আর্মিরা আন্ডার পারফর্ম করলে প্রথমেই বাবরের হাত থেকে নেতৃত্ব যেতে পারে।
কানেরিয়ার কথায়, “বাবর আজম এই মুহূর্তে ফর্মে নেই। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে এটাই তাঁর শেষ সুযোগ। দল ভালো পারফর্ম না করলে বিশ্বকাপে ও প্রচণ্ড চাপে থাকবে। যা বাবরের ক্যাপ্টেন্সি খোয়ানোর কারণ হতে পারে। নিঃসন্দেহে ও একজন দারুণ খেলোয়াড়। সঠিক দলকে বাবর নেতৃত্ব দিচ্ছে বলে আমার মনে হয় না।” দল ভালো পারফর্ম করতে না পারলে ক্যাপ্টেনকে কেন জবাবদিহি করতে হবে? নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেছেন, টি-২০ বিশ্বকাপের দল গঠনে বাবরের বড় ভূমিকা রয়েছে। তাই পাকিস্তান পারফর্ম না করতে পারলে দায়ী থাকবেন বাবর। কানেরিয়ার কথায়, “মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের স্ট্রাইক রেট ভাবাচ্ছে। ওপেনিংয়ে মজবুত স্কোর গড়ে বাকি ব্যাটারদের চাপমুক্ত হয়ে খেলার সুযোগ দিতে পারছেন না তাঁরা। বাবরকে শুধু নিজের ব্যাটিং নিয়ে ভাবলেই চলবে না। গোটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ওর বোঝা উচিত, ওপেনার হিসেবে পারফর্ম না করতে পারলে ওর জায়গা নেওয়ার জন্য অন্যরা তৈরি। ও নিজেকে ৩ নম্বরে নামিয়ে আসতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফর্মুলা ট্রাই করে দেখতেই পারেন তাঁরা।”
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপের ব্যথা ভুলে জস বাটলারদের বিরুদ্ধে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে চাইছেন বাবরের দল। এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ রিজওয়ানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে পাক টিম ম্যানেজমেন্ট।