ICC Ranking: বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন বাবর আজম

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 29, 2022 | 3:15 PM

দুই ম্যাচের সাফল্যের পুরস্কার পেলেন আইসিসি ক্রমতালিকাতেও। ৪১৪ ধাপ উন্নতি হল তাঁর। আপাতত ১০৪ নম্বরে দীপক হুডা।

ICC Ranking: বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন বাবর আজম
Image Credit source: TWITTER

Follow Us

 

দুবই : গত দশকে আন্তর্জাতিক ক্রিকেটে নানা কীর্তি গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সব ফরম্যাটেই দারুণ সাফল্য পেয়েছেন। এখন বিরাটের ব্যাট কার্যত চুপ। বিরাটের গতিতেই এই দশকে এগচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সদ্য প্রকাশিত আইসিসি টি ২০ ক্রমতালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। সব মিলিয়ে ১০১৩ দিন টি ২০-তে শীর্ষে তিনি। সবচেয়ে বেশি দিন শীর্ষস্থান ধরে রাখার নিরিখে ছাপিয়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বর্তমানে আইসিসি টি ২০ এবং ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন বাবর। টেস্টে চতুর্থ স্থানে। বিশ্ব ক্রিকেটের অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়িই সব ফরম্যাটেই শীর্ষস্থানে উঠবেন বাবর। এদিন প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে খুব সামান্যই বদল হয়েছে। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে ভারতের বাঁ হাতি ওপেনার ঈশান কিষাণ। টি ২০ ক্রমতালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি ঈশানই। টি ২০ তে বিরাট কোহলি এখন ২১ নম্বরে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ২-০ জিতেছে ভারত। দু-ম্যাচেই নজর কেড়েছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। প্রথম ম্যাচে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টি ২০-তে ভারত ২২৫ রানের পাহাড় গড়ে। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি ২০ তে শতরান করেন দীপক হুডা। মাত্র ৫৭ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস তাঁর। প্রথম ম্যাচে ঋতুরাজের চোট থাকায় ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। প্রথমবার ওপেন করতে নেমে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন দীপক। দুই ম্যাচের সাফল্যের পুরস্কার পেলেন আইসিসি ক্রমতালিকাতেও। ৪১৪ ধাপ উন্নতি হল তাঁর। আপাতত ১০৪ নম্বরে তিনি।

টেস্ট ক্রমতালিকায় ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। যদিও দ্বিতীয় স্থানে থাকা মার্নাস লাবুশেনের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৭। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্ট। রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তাঁর। টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

 

Next Article