Ball Lost : বল খুঁজতে ঝোপে ঢুকলেন ক্রিকেটাররা, আন্তর্জাতিক ম্যাচে পাড়া ক্রিকেটের ঝলক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 17, 2022 | 7:34 PM

পাড়া ক্রিকেটের দৃশ্য দেখা গেল আন্তর্জাতিক ওডিআই ম্যাচে । ঝোপেঝাড়ে ঢুকে বল খুঁজলেন নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়রা!

Ball Lost : বল খুঁজতে ঝোপে ঢুকলেন ক্রিকেটাররা, আন্তর্জাতিক ম্যাচে পাড়া ক্রিকেটের ঝলক
ঝোপঝাড়ের ভেতর চলছে বল অন্বেষণ
Image Credit source: Twitter

Follow Us

আমস্টরডাম : আন্তর্জাতিক স্তরের ম্যাচ নাকি পাড়া ক্রিকেট, ধরতে পারবেন না । ব্যাটসম্যানের হাঁকানো পেল্লাই ছয় গিয়ে পড়ল ঝোপে । সেই বল খুঁজতে ঝোপে ঢুকলেন বিপক্ষের খেলোয়াড়রা ! বেশ কিছুক্ষণ চলল বেয়াড়া বলের খোঁজাখুঁজি (Ball lost)। অদ্ভূত ঘটনাটি অ্যামস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ডে নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড (England vs Netherlands) প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে নেটপাড়ায় উঠেছে হাসির রোল।

ক্রিকেট মাঠে অনেক সময়ই অভিনব ঘটনা ঘটে। সেরকমই এক দৃশ্যের সাক্ষী থাকল আমস্টরডামের অ্যামস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ড। শুক্রবার নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড প্রথম ওডিআই চলাকালীন ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে পিটার সিলারের বল বাউন্ডারির বাইরে নিয়ে গিয়ে ফেলেন ডেভিড মালান। তারপর কিছুক্ষণের জন্য থমকে ছিল ম্যাচ। কারণ মালানের পেল্লাই শটে বল গিয়ে পড়ে বাউন্ডারি লাইনের কাছের একটি ঝোপে। বল খুঁজতে ঝোপে ঢুকে পড়েন নেদারল্যান্ডসের ক্রিকেটার লোগান ভ্যান বিক এবং টম কুপার। পিছন পিছন ছোটেন গ্রাউন্ড স্টাফরা। এমনকী বলের খোঁজে ক্যামেরা কাঁধে নিয়ে বল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাম্যানও।

এত পরিশ্রম অবশ্য সার্থক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া বলের খোঁজ পাওয়া যায়। নেদারল্যান্ডসের ক্রিকেটারদের এই ‘সাফল্যে’ স্টেডিয়ামজুড়ে ওঠে চিৎকার আর হাততালি । থমকে যাওয়া ম্যাচও সচল হয়। এদিকে গোটা ঘটনায় ব্যপক মজা পেয়েছে নেটিজেনরা। ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে গিয়েছে পাড়া ক্রিকেটের (Gully cricket) দিনগুলির কথা। বল হারিয়ে গেলে দুই দলের খেলোয়াড়রাই বল খুঁজতে বেরিয়ে পড়ত। ভিডিও শেয়ার করে ছোটবেলার সেই সব স্মৃতি ভাগ করে আবেগী নেটমাধ্যম। আন্তর্জাতিক স্তরের ক্রিকেট ম্যাচে এমন ঘটনা ঘটায় অনেকেই অবাক হয়েছেন।

অন্যদিকে ম্যাচের দিকে নজর রাখলে দেখা যাবে, টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে। বিপক্ষের বোলারদের রীতিমতো পিটিয়ে ৪ উইকেট খুইয়ে ৪৯৮ রানের রেকর্ড স্কোর খাড়া করেছে ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ইংরেজরা । সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান এবং জস বাটলার।

Next Article