তৃতীয়বার বাবা হলেন সাকিব আল হাসান

তৃতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার (Bangladesh all-rounder) সাকিব আল হাসান (Shakib Al Hasan)। দুই মেয়ের পর পুত্র সন্তান হয়েছে সাকিব আর শিশিরের। ২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের (Umme Ahmed Shishir) সঙ্গে বিয়ে হয় সাকিব আল হাসানের। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গেই রয়েছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য বাংলাদেশ দলের সঙ্গে সাকিব নিউজিল্যান্ড সফরে যাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে।

| Updated on: Mar 16, 2021 | 3:19 PM
১ জানুয়ারি সাকিব তাঁর স্ত্রী শিশিরের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, "নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।" তখনই বোঝা যায় নতুন বছরে সাকিবের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

১ জানুয়ারি সাকিব তাঁর স্ত্রী শিশিরের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, "নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।" তখনই বোঝা যায় নতুন বছরে সাকিবের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

1 / 5
সাকিব-শিশিরের প্রথম সন্তান আলাইনা হাসান আব্রির জন্ম ২০১৫ সালে।

সাকিব-শিশিরের প্রথম সন্তান আলাইনা হাসান আব্রির জন্ম ২০১৫ সালে।

2 / 5
দ্বিতীয় সন্তান এরাম হাসানের জন্ম ২০২০ সালে।

দ্বিতীয় সন্তান এরাম হাসানের জন্ম ২০২০ সালে।

3 / 5
দুই মেয়ের সঙ্গে খোশমেজাজে সাকিব।

দুই মেয়ের সঙ্গে খোশমেজাজে সাকিব।

4 / 5
দুই মেয়ের সঙ্গে সস্ত্রীক সাকিব। (সৌজন্যে-সাকিব আল হাসান ইন্সটাগ্রাম)

দুই মেয়ের সঙ্গে সস্ত্রীক সাকিব। (সৌজন্যে-সাকিব আল হাসান ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: