ঢাকাঃ সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে শুক্রবার সিরিজ পকেটে পুরে নিল মাহমুদ্দুলাহর বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজে এখন বাংলাদেশ এগিয়ে ৩-০ ফলে। বঙ্গ ব্য়াঘ্র গর্জনের সামনে একটা টি২০ ম্যাচেও জয়ের মুখ দেখল না অস্ট্রেলিয়া। এদিন টসে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদ্দুলাহ করেন সর্বোচ্চ ৫২ রান। ২৬ রান শাকিব আল হাসানের। এদিন অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে নজর কাড়েন এলিস। ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় রান করার থেকে আটকান এলিসই। ২টি করে উইকেট পান জাম্পা ও হ্যাজেলউড।
জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমান ও নাসসুম আহমেদের কৃপণ বোলিংয়ের সামনে বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া। রানের গতিই আটকে গিয়েছিল এই দুই বোলারের সামনে। মিচেল মার্শ ৫১ রান করেন। ম্যাকডারমট করেন ৩৫। তবুও দলকে জেতাতে ব্যর্থ দুই ব্যাটসম্যানই। হাতে উইকেট ছিল, তবে রানের গতি বাড়াতে সক্ষম ছিলনা অজি ব্যাটসম্যানরা। অবশেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১০ রানে হেরে সিরিজ হারে অস্ট্রেলিয়া।
সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার মন্থর ব্যাটিং সমালোচনার মুখে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেটে আরও এক নবজাগরণ।