Bangladesh New Jersey: বাঘ, সুন্দরবন আর জামদানির মেলবন্ধনে তৈরি বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 01, 2022 | 12:50 PM
উন্মোচিত হল বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ জার্সি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ফেসবুক, টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নতুন জার্সির ঝলক দেখানো হয়েছে।
1 / 5
উন্মোচিত হল বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ জার্সি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ফেসবুক, টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নতুন জার্সির ঝলক দেখানো হয়েছে।(ছবি:টুইটার)
2 / 5
টাইগারের এবারের বিশ্বকাপ জার্সির তিনটি অনুপ্রেরণার মধ্যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বজোড়া খ্যাতি সুন্দরবনের ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারের। জার্সির সামনে অংশ জুড়ে বাঘের প্রতিচ্ছবি।(ছবি:টুইটার)
3 / 5
এছাড়া সুন্দরবনের বিস্তৃত ঘন জঙ্গলকে তুলে আনা হয়েছে জার্সির মাধ্যমে। ঘন সবুজ পাতার ডিজাইনে ঢেকে দেওয়া হয়েছে জার্সি।(ছবি:টুইটার)
4 / 5
সাকিব আল হাসানদের টি-২০ বিশ্বকাপ জার্সির তৈরির তৃতীয় অনুপ্রেরণা হল ঐতিহ্যবাহী জামদানি। জার্সির দুই পাশে লাল রঙা জামদানির বুননে আকর্ষণীয় হয়ে উঠেছে জার্সিটি।(ছবি:টুইটার)
5 / 5
অস্ট্রেলিয়ার আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক জার্সি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নির্মাণকারী সংস্থাটি। একই সঙ্গে ট্র্যাডিশন তুলে ধরায় বেশ মনে ধরেছে সমর্থকদের।(ছবি:টুইটার)