BAN vs SL, ICC World Cup 2023 Highlights: বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ল বাংলাদেশ
Bangladesh vs Sri Lanka, ICC world Cup 2023 Live Score Updates: একের পর এক রুদ্ধশ্বাস জয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে বেশ কিছু দল। সেমিফাইনালের স্বপ্নে ইতি ঘটেছে বেশ কিছু দলের। তার মধ্য়েই রয়েছে বাংলাদদেশ ও শ্রীলঙ্কা। দুই দলেরই ইতিমধ্যে সেমিফাইনালের স্বপ্নে ইতি ঘটেছে।
নয়াদিল্লি: দেখতে-দেখতে তেইশের বিশ্বকাপের লিগ পর্ব শেষের দিকে। এ বারের বিশ্বকাপ (ICC World Cup 2023) নানা অঘটন দেখেছে। তেমনই একটা রেকর্ডও হতে দেখল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু-দলই ধারাবাহিক ভাবে ব্যর্থ। অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার শ্রীলঙ্কাকে হারাল তারা। ম্যাচে অবশ্য উত্তপ্ত পরিবেশ বজায় থাকল। অ্যাঞ্জেলো ম্যাথিউস বিরল টাইমড আউট হন। বাংলাদেশের স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও প্রশ্ন ওঠে। ক্ষুব্ধ শ্রীলঙ্কা শিবির। ম্যাচ শেষে সৌজন্যমূলক হাত মেলাতে দেখা গেল না। এই ম্যাচে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে ক্লিক করুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: বাংলাদেশের ইতিহাস
বিতর্কিত মুহূর্ত, দ্রুত উইকেট হারিয়ে চাপ। অবশেষে ঐতিহাসিক জয়। বিস্তারিত পড়ুন : সরগরম ম্যাচ; বিশ্বকাপে প্রথম বার শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
-
ICC World Cup: ম্যাথিউসের জোড়া সাফল্য
অধিনায়ক সাকিব আল হাসানের পর নাজমুল হাসান শান্তকেও ফেরালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই সেট ব্যাটারকে
-
-
ICC World Cup: এ বারের বিশ্বকাপে প্রথম
রান তাড়ায় শতরানের জুটি গড়লেন নাজমুল হাসান শান্ত এবং অধিনায়ক সাকিব আল হাসান। এই বিশ্বকাপে বাংলাদেশ কোনও সেঞ্চুরি পার্টনারশিপ গড়ল।
-
ICC World Cup: বাংলাদেশের ১৫ ওভারের খেলা শেষ
- বাংলাদেশের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
- এর মধ্যে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে বাংলাদেশ।
- জিততে হলে ৩৫ ওভারে আর বাংলাদেশকে তুলতে হবে ১৯৯ রান।
-
ICC World Cup: বাংলাদেশের পাওয়ার প্লে শেষ
- বাংলাদেশের ইনিংসের পাওয়ার প্লে শেষ।
- প্রথম ১০ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৫৭ রান।
- জিততে হলে ভারতকে তুলতে হবে আর ২২৩ রান।
- ক্রিজে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।
-
-
ICC World Cup: ৬ ওভারে বাংলাদেশ ৪১/১
বাংলাদেশের ইনিংসের ৬ ওভারের খেলা শেষ। এর মধ্যে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে বাংলাদেশ। -
ICC World Cup: তানজিদ হাসান আউট
তৃতীয় ওভারের প্রথম বলে মধুশঙ্কা তুলে নিলেন তানজিদ হাসানের উইকেট। শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ।
-
ICC World Cup: রান তাড়া করতে নামল বাংলাদেশ
টার্গেট ২৮০। রান তাড়া করতে নামল বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ হাসান।
-
ICC World Cup: ২৭৯ রানে অলআউট শ্রীলঙ্কা
নির্ধারিত ৫০ ওভার পূরণ হতে আর বাকি ছিল ৩টি বল। তার আগেই ২৭৯ রানে অলআউট শ্রীলঙ্কা।
-
ICC World Cup: আসালঙ্কার সেঞ্চুরি
বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে শতরান পূর্ণ করলেন চরিথ আসালঙ্কা। দল যখন প্রবল চাপে সেই সময় ১০১ বলে শতরান আসালঙ্কার।
-
ICC World Cup: আউট থিকশানা
শরিফুল ইসলাম তুলে নিলেন মহেশ থিকশানার উইকেট। ২২ রান করে মাঠ ছাড়লেন থিকশানা।
-
ICC World Cup: শ্রীলঙ্কার ইনিংস বাকি ৫ ওভার
- শ্রীলঙ্কার ইনিংসের ৪৫ ওভারের খেলা শেষ
- আর বাকি ৫ ওভার
- ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে শ্রীলঙ্কা
- ৯০ রানে রয়েছেন চরিথ আসালঙ্কা এবং ১৭ রানে রয়েছেন মহেশ থিকশানা
-
ICC ODI World Cup 2023: ফের উইকেট হারাল লঙ্কানরা
আবার উইকেট! প্যাভিলিয়নে ফিরলেন ধনঞ্জয় ডি সিলভা।
-
ICC ODI World Cup 2023: না খেলেই আউট ম্যাথিউস!
ভাঙা হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নতুন হেলমেট আনাতে খানিক দেরি হয়। এরপরই টাইগার অধিনায়ক সাকিবের আবেদনে ম্যাথিউসকে না খেলেই আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।
-
ICC ODI World Cup 2023: চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা!
সাদিরা সমরবিক্রমের উইকেট হারাল শ্রীলঙ্কা।
-
ICC ODI World Cup 2023: আউট নিশঙ্কা
হাফ সেঞ্চুরি হল না! ৪১ রান করেই ফিরলেন পাথুম নিশঙ্কা।
-
ICC ODI World Cup 2023: ফিরলেন মেন্ডিস
ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। এ বার ফিরলেন কুশল মেন্ডিস। ১৯ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন তিনি।
-
ICC World Cup: শ্রীলঙ্কার ১০ ওভারের খেলা শেষ
শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। এই শুরুর ১০ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৫২ রান। ক্রিজে কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্কা।
-
ICC ODI World Cup 2023: প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা
শুরুতেই ধাক্কা। কুশল পেরেরাকে ফেরালেন শরিফুল।
-
ICC ODI World Cup 2023: লঙ্কানদের ইনিংস শুরু
শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে কুশব পেরেরা ও পাথুম নিশঙ্কা।
-
ICC ODI World Cup 2023: টস আপডেট
টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
-
ICC ODI World Cup 2023: এই ম্যাচে হতে পারে যে সব রেকর্ড
বিস্তারিত পড়ুন: হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য শ্রীলঙ্কার, সামনে টাইগার্সরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি
-
ICC ODI World Cup 2023: কেমন হবে আজ লঙ্কানদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই?
বিস্তারিত পড়ুন: পরিবেশের মতোই ‘ধোঁয়াশা’র ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ
Published On - Nov 06,2023 1:00 PM