উইমেন্স প্রিমিয়ার লিগ এ বার চার শহরে। ভারতীয় বোর্ডের তরফে সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম সংস্করণ শুধুমাত্র মুম্বইতেই সীমাবদ্ধ ছিল। গত সংস্করণ হয় দিল্লি এবং বেঙ্গালুরুতে। ধীরে ধীরে এই টুর্নামেন্ট বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়াই টার্গেট ছিল বোর্ডের। এ বার চার শহরে হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। বরোদা, বেঙ্গালুরু, লখনউ এবং মুম্বইতে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের আগামী সংস্করণ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ট্রফি জিততে ব্যর্থ আরসিবি। তবে WPL জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। আগামী সংস্করণ শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে-তে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বরোদায় নতুন স্টেডিয়ামে হবে উদ্বোধন সহ মোট ছ’টি ম্যাচ। এরপর বেঙ্গালুরুতে পাড়ি দেবে টুর্নামেন্ট। চিন্নাস্বামী স্টেডিয়ামে ২১ ফেব্রুয়ারি নামবে আরসিবি। গ্রুপ পর্বের বাকি ম্যাচ মুম্বই এবং লখউতে। ১৫ মার্চ ফাইনাল।
গত দুই সংস্করণের মতো এ বারও সিঙ্গল হেডার ফরম্যাট। এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ হবে মুম্বইয়ে। ঘরের মাঠে মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ দলের এই টুর্নামেন্টে এ বার একমাত্র দিল্লি ক্যাপিটালস হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে না। গত মরসুমে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস।