দুবাই: সচিনের পরামর্শে আরও ধারাল হয়ে উঠেছেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বাঁ-হাতি ব্যাটসম্যান মুম্বইয়ের রঞ্জি দলের (Mumbai Ranji Cricket Team) সদস্য। ওমান (Oman) সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ খেলতে যাওয়ার আগে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পরামর্শ নেন যশস্বী। আর ওমান সফরে সেটা ক্লিক করতে তরুণ ক্রিকেটারের মুখে সচিন বন্দনা।
সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) রাজস্থান রয়্যালসের শিবিরে যোগ দিয়ে টিম হোটেলে কোয়ারান্টিনে আছেন যশস্বী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওমান সফরের আগে আমার আইডল সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় আমার। আর সেই ব্যবস্থাটা করে দেয় মুম্বই ক্রিকেট সংস্থা। যখন আমার কাছে এই খবরটা আসে, তখন আমি যেন একটা স্বপ্নের মধ্যে ছিলাম। সচিনের সঙ্গে দেখা করায় আমার ক্রিকেট স্কিলে অনেক উন্নতি হয়েছে। আমার খেলার ধরণ পাল্টে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। উনার পরামর্শ মেনে ওমান সফরে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আর তা ক্লিক করে যায়।’
ওমান সফরে ওয়ান ডে (ODI) এবং টি-টোয়েন্টি (T-20) সিরিজ মিলিয়ে ৩০০-র কাছাকাছি রান করেন যশস্বী জসওয়াল। তার মধ্যে তিনটে ইনিংসে করেছেন ৯০, ৮২, ৭৫। যশস্বী বলেন, ‘ওমান সফরে রান পাওয়ায় আইপিএলে (IPL) এটা আমার কাজে লাগবে। আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। ওমান আর আমিরশাহির পরিবেশ অনেকটাই এক। সেই সুফলটাই কাজে লাগাতে পারব বলে মনে করি। এখন আমার খেলার ধরণও পাল্টে গিয়েছে। আইপিএলে হয়তো দলকে সাহায্য করতে পারব।’
অফ সিজনে নাগপুরে (Nagpur) রাজস্থান রয়্যালসের ক্যাম্পেও সময় কাটিয়েছেন যশস্বী। তিনি বলেন, ‘লকডাউনে অনেক পরিশ্রম করেছি। নাগপুরে রাজস্থান রয়্যালসের সেন্টার অফ এক্সেলেন্সে (Center of Excellence) অনুশীলন করি। জোরকদমে ফিটনেস অনুশীলনও করি সেখানে। এ ছাড়া আমার টেকনিক এবং স্কিলেও অনেক উন্নতি হয়েছে অনেক অনুশীলন করি।’