India’s Squad for 2023 World Cup : রাহুল-শ্রেয়সেই আস্থা, অফস্পিনার ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 05, 2023 | 1:54 PM

অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতের স্কোয়াড। কে কে জায়গা পেলেন, কারাই বা বাদ পড়লেন?

Indias Squad for 2023 World Cup : রাহুল-শ্রেয়সেই আস্থা, অফস্পিনার ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত

Follow Us

কলকাতা : এশিয়া কাপে ১৮ জনের টিম পাঠানো হয়েছিল। কিন্তু বিশ্বকাপে কোন ১৫জন খেলবেন, তা নিয়েই ছিল আলোচনা। সেরা ১৫জন বেছে নেওয়া হল। চোটের কারণে গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচে পাওয়া যায়নি লোকেশ রাহুলকে। টিমে থাকবেন কিনা, তা নিয়ে অনেকেই কথা বলছিলেন। ফিট হয়ে ভারতীয় টিমে যোগ দিতে চলেছেন। বিশ্বকাপের টিমে প্রত্যাশা ভাবেই রাখা হল টিমে। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের যুক্তি, ওয়ান ডে ক্রিকেটে রাহুলের রেকর্ড ভালো। ও ফিটও হয়েছে। তাই রাহুলেই আস্থা রাখা হল। বিশ্বকাপের টিমে থাকলেন শ্রেয়স আইয়ারও। মিডল অর্ডারে এই দু’জনই টানবেন টিমকে। প্রয়োজনে পাওয়া যাবে ফর্মে থাকা ঈশান কিষাণকে। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু ঘরের মাঠে। একমাস আগে ঘোষণা করে দেওয়া হল ভারতীয়। কেমন হল ভারতের বিশ্বকাপ টিম? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতের স্কোয়াড। আজ ৫ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণার শেষদিন। এশিয়া কাপের ম্যাচ চলছে শ্রীলঙ্কায়। তাই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হল সেখানেই। ক্যান্ডির একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেছেন অজিত আগরকর, রোহিত শর্মারা। ২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর বিশ্বকাপ ট্রফি ফেরানোর দায়িত্ব থাকবে যে ১৫ জন সদস্যের উপর তাঁরা হলেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

বিশ্বকাপের টিম ঘোষণার আগে আরও দুটো বিষয় নিয়ে কথা চলছিল। এক, যুজবেন্দ্র চাহালকে কি টিমে ফেরানো হবে? তা হল না। রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদবেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। দুই, এশিয়া কাপে রিজার্ভ কিপার হিসেবে টিমে থাকা সঞ্জু স্যামসন কি বিশ্বকাপে সুযোগ পাবেন? রাহুল ফিট হয়ে ওঠায় সঞ্জুকে আর নেওয়া হল না। বিশ্বকাপের টিমে ব্যালান্সের উপর জোর দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল— চার অলরাউন্ডার টিমে রাখা হয়েছে। তিন সিমার বুমরা, সামি এবং সিরাজ। তিন স্পিনার জাডেজা, কুলদীপ ও অক্ষর। রোহিত শর্মা, শুভমন গিল দুই ওপেনার। প্রয়োজনে ঈশান কিষাণকেও ওপেনার হিসেবে খেলানো যেতে পারে। তিন নম্বরে বিরাট কোহলি। চার, পাঁচ ও ছয়ে খেলবেন শ্রেয়স, রাহুল ও হার্দিক। সাতে আসবেন জাডেজা।

বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড : রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর

Next Article