BCCI AGM 2022 Highlights: নতুন বোর্ড প্রেসিডেন্ট বিনিকে শুভেচ্ছা জানালেন সদ্য প্রাক্তন সভাপতি সৌরভ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 18, 2022 | 6:13 PM

আজ, মুম্বইতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting)। চোখ রাখুন বিসিসিআই এজিএমের লাইভ আপডেটে।

BCCI AGM 2022 Highlights: নতুন বোর্ড প্রেসিডেন্ট বিনিকে শুভেচ্ছা জানালেন সদ্য প্রাক্তন সভাপতি সৌরভ
বিসিসিআই বার্ষিক সাধারণ সভার লাইভ আপডেট

Follow Us

মুম্বই: আজ, মঙ্গলবার মুম্বইতে হল বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting)। এই সভাতেই নতুন সভাপতির নাম ঘোষণা করা হল। বিসিসিআইতে এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমানা শেষ হল। আজকের বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে ঘোষিত হল ৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনির (Roger Binny) নাম। তিনি বিসিসিআইয়ের ৩৬তম প্রেসিডেন্ট হলেন। দীর্ঘদিন ধরে এই পদে উঠছিস রজার বিনির নাম। আজ সেই খবরে সিলমোহর পড়ল। বোর্ডের নতুন প্যানেলও নির্বাচিত হল আজ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Oct 2022 06:01 PM (IST)

    এক নজরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন যাঁরা —

    ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন যাঁরা –

    ১) রজার বিনি – বিসিসিআই সভাপতি

    ২) রাজীব শুক্লা – বিসিসিআই সহ-সভাপতি

    ৩) জয় শাহ – বিসিসিআই সচিব

    ৪) দেবজিৎ সইকিয়া – বিসিসিআই যুগ্ম সচিব

    ৫) আশিষ শেলার – কোষাধ্যক্ষ

    ৬) অরুণ ধুমাল – আইপিএল চেয়ারম্যান

    ৭) অভিষেক ডালমিয়া – আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য

    ৮) খাইরুল জামাল – অ্যাপেক্স কাউন্সিল সদস্য

  • 18 Oct 2022 05:15 PM (IST)

    আইসিসির চেয়ারম্যান পদে কে?

    বিসিসিআইয়ের এজিএমে আইসিসির চেয়ারম্যান নিয়ে কোনও আলোচনা না হওয়ায় মনে করা হচ্ছে, বোর্ডের পক্ষ থেকে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেই সমর্থন করা হচ্ছে।

    পড়ুন বিস্তারিত: BCCI Elections: আইসিসির চেয়ারম্যান কে? ভারতীয় ক্রিকেট বোর্ড নীরব


  • 18 Oct 2022 04:20 PM (IST)

    আজ দুপুর থেকে যাঁর নতুন পরিচয় বিসিসিআই প্রেসিডেন্ট

    মাছ ধরেন, পোষ্যদের সঙ্গে সময় কাটান। মধ্য ষাটের মানুষটির পারফেক্ট অবসরজীবনে লাগাম টেনে দিল এক বড় দায়িত্ব। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।

    পড়ুন বিস্তারিত: Roger Binny: রেল গার্ডের সন্তান, স্কটল্যান্ড থেকে ভারতে আসে নয়া বোর্ড প্রেসিডেন্টের পরিবার

  • 18 Oct 2022 04:17 PM (IST)

    বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট রজার বিনি

    আজ, মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের (BCCI) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর ঠিক হয়েছে, এ বার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি।

    পড়ুন বিস্তারিত: BCCI Election: প্রত্যাশামতোই সৌরভের পর বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি

  • 18 Oct 2022 03:31 PM (IST)

    বিনিকে শুভেচ্ছা জানালেন সৌরভ

    নতুন বোর্ড সভাপতি রজার বিনিকে শুভেচ্ছা জানালেন সদ্য প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনির উদ্দেশে সৌরভ বলেন, “আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। ওর আগামীদিন গুলো ভালো কাটুক এই কামনা করি। এ বার নতুন দল বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দুর্দান্ত হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট শক্তিশালী। আমি সকলকে শুভেচ্ছা জানাই।”

  • 18 Oct 2022 02:54 PM (IST)

    আইসিসির চেয়ারম্যান পদে কে?

    ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে এই নিয়ে আলোচনাই হল না। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আইসিসির চেয়ারম্যান পদের জন্য কোনও নাম প্রস্তাব করা হবে না। আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার। এবং বিসিসিআই ঠিক করেছে যে এ বার ভারতীয় বোর্ড কারও নাম প্রস্তাব করবে না।

  • 18 Oct 2022 02:47 PM (IST)

    মহিলাদের আইপিএল নিয়ে সিদ্ধান্ত

    বোর্ডের এক সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের মার্চ মাসে মহিলাদের আইপিএল হবে, এজিএমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ দল মেয়েদের আইপিএলে খেলবে। তিনি জানান, দলগুলি কেমনভাবে বিক্রি হবে, কোন ফরম্যাটে খেলা হবে এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

  • 18 Oct 2022 12:58 PM (IST)

    বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট রজার বিনি

    বোর্ডের এজিএম শেষ, বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি।

  • 18 Oct 2022 12:46 PM (IST)

    বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষ

    বিসিসিআইয়ের এজিএম শেষ। মিটিং শেষে লিফ্টের দিকে এগিয়ে গেলেন বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি।

     

  • 18 Oct 2022 11:55 AM (IST)

    ৯১তম বিসিসিআই এজিএমে পাশাপাশি সৌরভ-জয়

    মুম্বইতে চলছে ৯১তম বিসিসিআই এজিএম। পাশাপাশি সৌরভ-জয়।

    পাশাপাশি সৌরভ-জয় (ছবি-পিটিআই)

  • 18 Oct 2022 11:37 AM (IST)

    সৌরভের পাশাপাশি রজার বিনিও হাজির বিসিসিআই এজিএমে

    মুম্বইয়ের তাজ হোটেলে চলছে বিসিসিআইয়ের এজিএম। সব কিছু ঠিক থাকলে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আজই শেষ দিন হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

    সৌরভের পাশাপাশি রজার বিনিও হাজির বিসিসিআই এজিএমে (ছবি-টুইটার)

  • 18 Oct 2022 11:26 AM (IST)

    মুম্বইতে চলছে বিসিসিআইয়ের এজিএম

    শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা।

    মুম্বইতে চলছে বিসিসিআইয়ের এজিএম (ছবি-টুইটার)

  • 18 Oct 2022 11:18 AM (IST)

    হাসিমুখে সৌরভ

    হাসিমুখে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

    হাসিমুখে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গেলেন সৌরভ (ছবি-টুইটার)

  • 18 Oct 2022 11:12 AM (IST)

    বিসিসিআইয়ের এজিএমে যোগ দেওয়ার জন্য পৌঁছে গেলেন জয়-রাজীবরাও

    বিসিসিআইয়ের এজিএমে যোগ দেওয়ার জন্য পৌঁছে গেলেন জয় শাহ, রাজীব শুক্ল এবং অরুণ ধুমালরাও।

    বিসিসিআইয়ের এজিএমে যোগ দেওয়ার জন্য পৌঁছে গেলেন জয়-রাজীবরাও (ছবি-টুইটার)

  • 18 Oct 2022 11:09 AM (IST)

    মুম্বইতে হাজির মহারাজ

    বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • 18 Oct 2022 10:10 AM (IST)

    কখন শুরু হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা?

    মুম্বইতে আজ সকাল ১১টা নাগাদ শুরু হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা।

  • 18 Oct 2022 10:00 AM (IST)

    আইসিসির শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে আর দু’দিন

    আইসিসির শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০অক্টোবর। আইসিসি বোর্ড মেলবোর্নে ১১-১৩ নভেম্বর পর্যন্ত বৈঠক করবে।

  • 18 Oct 2022 09:55 AM (IST)

    বোর্ডের এজিএমে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে?

    • মহিলাদের আইপিএল নিয়ে আলোচনা
    • ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে অংশুমান গায়কোয়াড় এবং শান্ত রঙ্গাস্বামীর বদলি।
    • নতুন আইসিএ প্রতিনিধিরা বিসিসিআই এপেক্স কাউন্সিলে থাকবেন।
    • আইসিসি মিটিংয়ে বিসিসিআইয়ের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে আলোচনা হবে।
    • জয় শাহ হলেন প্রধান প্রার্থী। তবে এন শ্রীনিবাসন এখনও যোগ্য, এই নিয়ে আলোচনা হবে।
    • আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন দু’টি নাম ঘোরাফেরা করছে।
    • নতুন আইপিএল গভর্নিং কাউন্সিল গঠন করা হবে। এরপর তাঁরা বৈঠক করবেন।
    • বিসিসিআই নির্বাচন: সমস্ত মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
  • 18 Oct 2022 09:33 AM (IST)

    এক নজরে বিসিসিআইতে পরবর্তী পদাধিকারী হতে চলেছেন যাঁরা —

    • বিসিসিআই প্রেসিডেন্ট – রজার বিনি
    • সেক্রেটারি – জয় শাহ
    • ভাইস-প্রেসিডেন্ট – রাজীব শুক্ল
    • কোষাধ্যক্ষ – আশিষ শেলর
    • জয়েন্ট-সেক্রেটারি – দেবজিৎ সাইকিয়া
    • অ্যাপেক্স কাউন্সিল মেম্বার – খাইরুল জামাল
    • আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার – অরুণ ধুমাল, অভিষেক ডালমিয়া
  • 18 Oct 2022 09:10 AM (IST)

    মহিলাদের আইপিএল নিয়ে আলোচনা

    সূত্রের খবর, মুম্বইতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আজ, মহিলাদের আইপিএল নিয়ে আলোচনা হওয়ার কথা।

  • 18 Oct 2022 09:04 AM (IST)

    আজ মুম্বইতে বিসিসিআই বার্ষিক সাধারণ সভা

    আজ বিসিসিআইয়ের ৩৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই পদে উঠছে রজার বিনির নাম। আজ সেই খবরে সিলমোহর দেওয়ার পালা।