T20 World Cup 2021: সামি বিতর্কে বিরাটদের দূরে থাকতে বলল বোর্ড

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 26, 2021 | 4:09 PM

যদিও এই ঘটনায় মুখ খোলেননি বিরাটরা (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কেউ কোনও মন্তব্যও করেননি। আসলে ভারতীয় ক্রিকেটারদের ওই ঘটনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের সাফ বার্তা, 'কোনও রকম প্ররোচনায় পা দিও না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। খেলায় ফোকাস রাখো।'

T20 World Cup 2021: সামি বিতর্কে বিরাটদের দূরে থাকতে বলল বোর্ড
মহম্মদ সামি। ছবি: টুইটার

Follow Us

দুবাই: পাকিস্তানের (Pakistan) কাছে ম্যাচ হারের পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন মহম্মদ সামি (Mohammed Shami)। কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ভারতীয় পেসার। এমন কি তাঁর ধর্ম নিয়ে তীর্যক মন্তব্য শুনতে হয়েছে। যে ঘটনাকে মোটেই ভালো ভাবে নেয়নি ক্রিকেটমহল।

মহম্মদ সামির পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। সচিন, লক্ষ্মণ, সেওয়াগরা ভারতীয় পেসারের পাশে দাঁড়িয়েছেন। এমনকি পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানও (Mohammed Rizwan) সামির পাশে দাঁড়িয়ে টুইট করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘অনেক চাপ সহ্য করলে, পরিশ্রম করলে তবেই সে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পায়। অনেক কিছু ত্যাগের ফলেই সে দেশকে প্রতিনিধিত্ব করছে। মহম্মদ সামি এক জন তারকা ক্রিকেটার। এমনকি এই মুহূর্তে ও বিশ্বের অন্যতম সেরা বোলার। নিজের দেশের রত্নকে সম্মান দিতে জানুন। এই খেলা মানুষকে এক করে দেয়।’

 

 

যদিও এই ঘটনায় মুখ খোলেননি বিরাটরা (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কেউ কোনও মন্তব্যও করেননি। আসলে ভারতীয় ক্রিকেটারদের ওই ঘটনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের সাফ বার্তা, ‘কোনও রকম প্ররোচনায় পা দিও না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। খেলায় ফোকাস রাখো।’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মোটেই ছন্দে পাওয়া যায়নি সামিকে। ৩.৫ ওভারে ৪৩ রান দেন ভারতীয় পেসার। পাকিস্তানের ওপেনিং জুটি মহম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সামি-বুমরা-ভুবনেশ্বররা।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়িদের হারিয়ে বদলা নিতে চান বাবররা

Next Article