BCCI: আইপিএলে বাতিল চিনা ব্র্যান্ড, বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই

Dec 27, 2023 | 12:03 PM

IPL 2024: জনসাধারণের প্রতিক্রিয়া এবং চীনা স্মার্টফোন নির্মাতা ভিভোর সঙ্গে নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। চীনা কোম্পানি ভিভো আগে আইপিএলের স্পনসর ছিল, কিন্তু ২০২০ সালে ভারত-চীন সীমান্তে পরিস্থিতি খারাপ হলে, বিসিসিআই ভিভোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং টাটা এক বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হয়।

BCCI: আইপিএলে বাতিল চিনা ব্র্যান্ড, বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই
আইপিএলে বাতিল চীনা ব্র্যান্ড, বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই
Image Credit source: ছবি: X

Follow Us

কলকাতা: বিশ্বকাপ মিটতেই শিরোনামে আইপিএল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মিনি নিলামে সাধ্যমতো তারকাদের কিনে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সব ঠিক থাকলে হয়তো নতুন বছরের মার্চ মাসে শুরু হবে আইপিএল। যত দিন এগিয়ে আসছে, তত নতুন-নতুন আপডেট পাওয়া যাচ্ছে ক্রিকেটের কোটিপতি লিগকে ঘিরে। এ বার শোনা যাচ্ছে, আইপিএলের চিনা স্পনসরদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই। কী পরিকল্পনা রয়েছে ভারতীয় বোর্ডের মাথায়? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলকে ঘিরে যেমন ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার শেষ থাকে না, ঠিক তেমনই এই লিগে বিনিয়োগ করার জন্য পা বাড়িয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডগুলো। আইপিএল মানেই আলো। আর আইপিএলের আলোয় ব্র্যান্ডের প্রচারের কাজ সেরে নিতে চান ব্র্যান্ড মালিকরা। এই তালিকায় রয়েছে চিনা ব্র্যান্ডগুলিও। তবে এ বার চিনা ব্র্যান্ডগুলির বিরুদ্ধে বড়সর পদক্ষেপ করতে চলেছে বিসিসিআই। এই মুহূর্তে আইপিএলের টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় বোর্ড। ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের-এর টাইটেল স্পন্সরশিপের জন্য বিসিসিআই যে টেন্ডারটি প্রকাশ করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের কথা মাথায় রেখেই চীনা ব্র্যান্ডগুলিকে বিনিয়োগ করতে দেওয়া না হতে পারে আইপিএলে।

আইপিএল টাইটেল স্পন্সরশিপের খরচ বার্ষিক ৩৬০ কোটি টাকা। স্পনসর বাছাইয়ের জন্য একটি দরপত্র দেওয়া হবে। কিন্তু বিসিসিআই স্পষ্ট করে কোনো দেশ বা ব্র্যান্ডের কথা উল্লেখ করেনি। জনসাধারণের প্রতিক্রিয়া এবং চিনা স্মার্টফোন নির্মাতা ভিভোর সঙ্গে নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। চীনা কোম্পানি ভিভো আগে আইপিএলের স্পনসর ছিল, কিন্তু ২০২০ সালে ভারত-চীন সীমান্তে পরিস্থিতি খারাপ হলে, বিসিসিআই ভিভোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং টাটা এক বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হয়।

 

 

 

Next Article