IPL-T10 League: আইপিএলের মেয়াদ কি ফুরোচ্ছে? অন্য লিগের ভাবনা ভারতীয় বোর্ডের!
BCCI: বিশ্বের সবচেয়ে ধনী লিগগুলোর একটা হয়ে উঠেছে আইপিএল। ১৭তম আইপিএলের বিউগল বেজে ওঠার আগেই আবার পরিবর্তনের রাস্তা খুলতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ফর্ম্যাটের পর ক্রিকেট কি আরও বদলাতে পারে, এই প্রশ্ন প্রায়ই করছে ক্রিকেট মহল। তারই জবাব নিয়ে হাজির হতে চলেছে বোর্ড। আগামী বছরই ভারতে পা রাখছে টি-টেন লিগ। কী ভাবে হবে ওই লিগ?

নয়াদিল্লি: অস্তিত্ব টেকে না বিবর্তন ছাড়া। এই তত্ত্ব বোধহয় বিসিসিআয়ের থেকে ভালো আর কেউ অনুসরণ করে না। ওয়ান ডে ক্রিকেটের রমরমা যখন, নীলনকশা তৈরি হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের। সেই ফ্র্যাঞ্চাইজি লিগ ১৬টা গ্রীষ্ম পার করে ফেলেছে। বিশ্বের সবচেয়ে ধনী লিগগুলোর একটা হয়ে উঠেছে আইপিএল। ১৭তম আইপিএলের বিউগল বেজে ওঠার আগেই আবার পরিবর্তনের রাস্তা খুলতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ফর্ম্যাটের পর ক্রিকেট কি আরও বদলাতে পারে, এই প্রশ্ন প্রায়ই করছে ক্রিকেট মহল। তারই জবাব নিয়ে হাজির হতে চলেছে বোর্ড। আগামী বছরই ভারতে পা রাখছে টি-টেন লিগ। কী ভাবে হবে ওই লিগ?
টি-টেন নতুন নয় ক্রিকেট বিশ্বে। ইউরোপ থেকে দুবাই– অনেক জায়গায় চলে ১০ ওভারের এই খেলা। ধীরে ধীরে তা জনপ্রিয়তাও পাচ্ছে। কিন্তু বিসিসিআই যদি টি-টেনের দুনিয়ায় পা রাখে, আগামী দিনে তাই যে ভবিষ্যৎ হয়ে উঠবে ক্রিকেটের, সন্দেহ নেই। আর এই লিগের রূপরেখা তৈরি করছেন খোদ বিসিসিআই সচিব জয় শাহ। আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে এই লিগ হওয়ার কথা। এতেই শেষ নয়, এই নতুন লিগকে আইপিএলের দ্বিতীয় ডিভিশনের তাকমা দেওয়া হবে। কেন টি-টেন লিগের ভাবনা শুরু হয়েছে বোর্ডের? আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। জনপ্রিয়তার তুঙ্গে থাকতে থাকতেই নতুন লিগের শুরু দরকার, তা বুঝতে পারছেন বোর্ড। যাতে পরের এক বা দু’যুগ প্রাসঙ্গিক থাকা যায়। সেই সঙ্গে আর্থিক ভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে বোর্ড।
টি-টেন লিগ করার আগে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা চলছে বোর্ডে। কী সেই ভাবনা?
১) আইপিএল অত্যন্ত জনপ্রিয়। টি-টেন লিগ শুরু করলে কি কুড়ি-বিশের জনপ্রিয়তা কমে যেতে পারে? ২) প্লেয়ারদের বয়স বেঁধে দেওয়া উচিত? তা হলে আইপিএলের জনপ্রিয়তায় থাবা বসাতে পারবে না নতুন লিগ। ৩) টি-টেন লিগও ফ্র্যাঞ্চাইজি বেসড হবে। টি-টোয়েন্টি টিমগুলোর ফ্র্যাঞ্চাইজি এই লিগে পা রাখবে, নাকি নতুন কোম্পানিগুলোই সুযোগ পাবে? ৪) নির্দিষ্ট কোনও মাঠে হবে? নাকি, নতুন জায়গা বেছে নেওয়া হবে প্রতিবার?
সদ্য ভারতের মাটিতে হয়ে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপের সময় থেকেই আলোচনা চলছে, একদিনের ক্রিকেট কি জনপ্রিয়তা হারাচ্ছে? এই ফর্ম্য়াট অবলুপ্তির পথে? বিসিসিআইয়ের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা যদি টি-টেনের দিকে ঝোঁকে, নিশ্চিত ভাবেই ৫০ ওভারের ক্রিকেট আরও গুরুত্ব হারাচ্ছে। নাকি, দেওয়াল লিখন পড়তে পারছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বোর্ড? সেই কারণেই টি-টেনের প্রতি আগ্রহী হয়ে উঠছে?





