BCCI Kit Sponsor : WTC ফাইনালে বিরাটদের নতুন সাজ, বিসিসিআইয়ের সঙ্গে গাঁটছড়া অ্যাডিডাসের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 26, 2023 | 10:27 PM

WTC Final 2023 : কিট স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল বিখ্যাত জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার জার্সি গায়ে জাতীয় দলে খেলেন লিওনেল মেসি। পাশাপাশি ফিফা বিশ্বকাপের বল প্রস্তুত করে অ্যাডিডাস। আর্জেন্টিনা ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের ফুটবল দলের স্পনসর।

BCCI Kit Sponsor : WTC ফাইনালে বিরাটদের নতুন সাজ, বিসিসিআইয়ের সঙ্গে গাঁটছড়া অ্যাডিডাসের

Follow Us

কলকাতা: বছর শেষে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এমন একটা ইভেন্টফুল বছরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল বিখ্যাত জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস (Adidas)। এই সংস্থা ভারতের পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের জার্সি, কিট এবং অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করবে। ২০২৩ সালের জুন মাস থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চুক্তি। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি প্রস্তুত করে অ্যাডিডাস। এ বার মেসিদের মতোই বিরাটদের জার্সিতেও থাকবে তিনটে স্ট্রাইপ। বিসিসিআই (BCCI) জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) সর্বপ্রথম অ্যাডিডাসের লোগো দেওয়া নতুন জার্সি (New Kit Sponsor) পরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে থাকত নাইকির লোগো। এরপর বিসিসিআইয়ের সঙ্গে ৩৭০ কোটি টাকার চুক্তি হয় এমপিএল স্পোর্টসের সঙ্গে। মেয়াদের আগেই সংস্থা চুক্তি ছিন্ন করে। বর্তমানে ভারতীয় দলের জার্সি প্রস্তুত করে কিলার জিনস। ৩১ মে সংস্থার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। পরের মাস থেকে বিসিসিআই ও অ্যাডিডাসের পথচলা শুরু হবে। আপাতত পাঁচবছরের চুক্তি। তবে কত টাকার চুক্তি হয়ে তা জানা যায়নি। অতীতে ইংল্যান্ড ক্রিকেট টিম এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের স্পনসর ছিল অ্যাডিডাস। এই বিখ্যাত জার্মান সংস্থা বর্তমানে জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্থের ব্যক্তিগত স্পনসর।

সোমবার অ্যাডিডাসের সঙ্গে চুক্তির খবর টুইট করে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কিট স্পনসরের সঙ্গ চুক্তির ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বিসিসিআই মূল জার্সি স্পনসরের খোঁজ চালাচ্ছে। এইমুহূর্তে জাতীয় দলের প্রধান জার্সি স্পনসর হল বাইজুস। ২০২৩ সালের নভেম্বর মাসে সময়ের আগেই চুক্তি শেষ করতে চায় বাইজুস।

Next Article