Roger Binny: সব অধিনায়কের নিজস্ব কৌশল রয়েছে, বললেন রজার বিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে অল্প-বিস্তর সমালোচনা হয়েছে। ভারত যদিও দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য কোনও ম্যাচে হারেনি। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন সময়ে কেন রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে ডাকা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নয়াদিল্লি: রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি স্ট্র্যাটেজির তুলনামূলক আলোচনাকে এক রকম উড়িয়ে দিলেন ভারতীয় বোর্ডের নতুন প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny)। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্য বলে দিচ্ছেন, “সব অধিনায়কের আলাদা আলাদা কৌশল রয়েছে।” টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে অল্প-বিস্তর সমালোচনা হয়েছে। ভারত যদিও দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য কোনও ম্যাচে হারেনি। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন সময়ে কেন রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে ডাকা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার ৯০ বছর পূর্তি উপলক্ষে অনেকেই হাজির ছিলেন। সেখানেই যাবতীয় সমালোচনা উড়িয়ে দিয়ে বিনির যুক্তি, ‘রোহিত খুব ভালো খেলোয়াড়। ও নানা ভাবে নিজেকে প্রমাণ করেছে। কঠিন পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়, ম্যাচ জিততে হয়, খুব ভালো করে জানে। শুধু রোহিত নয়, সব ক্যাপ্টেনেরই নিজস্ব ধারা থাকে। আলাদা আলাদা কৌশলে তারা টিমের স্ট্র্যাটেজি তৈরি। যেমন ধোনির সঙ্গে সুনীল গাভাসকর, কপিল দেবের খেলার কোনও তুলনাই হয় না।’
একই সঙ্গে বিনি পরিষ্কার করে দিয়েছেন যে, যদি ওপেনাররা ভালো শুরু দেয়, ম্যাচ অনেকখানি নিয়ন্ত্রণে থাকে। তাঁর কথায়, ‘টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টিম ভালো শুরু করে, তা ম্যাচটা নিজেদের দখলে রাখতে পারে। সব টিমই রান তাড়া করতে ভালোবাসে। কেউই শুরুতে ব্যাট করতে চায় না।’
ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের চোট প্রবণতা নিয়ে উদ্বিগ্ন বিনি। বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। কেন তাঁরা বারবার চোট পাচ্ছেন, তা খতিয়ে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট। অতিরিক্ত ক্রিকেট খেলার জন্য এটা হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। যদি প্লেয়াররা ফিট নয়, তা হলে তাদের ট্রেনিং পদ্ধতিও পাল্টাতে হবে।’ মেয়েদের আইপিএল নিয়ে বিনির মন্তব্য, ‘সব কিছুই ধীরে ধীরে এগোচ্ছে। মেয়েদের আইপিএলের আগে নিলাম হবে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকেও এগিয়ে আসতে হবে। সব কিছু ঠিক করার পর নিলামের দিকে এগোব আমরা। জানুয়ারির মধ্যে সব কিছু হয়ে যাবে আশা করি।’
আইসিসি টুর্নামেন্টে ভালো পারফর্ম করা সত্ত্বেও ট্রফি জিততে পারছে না ভারত। যা নিয়ে বিনির বক্তব্য, ‘কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছেও টিম ট্রফি জিততে পারছে না। এ বার মনে হচ্ছে সেই আশা পূরণ হয়ে যাবে।’