আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে সামিকে পাওয়া যাক। বর্ডার-গাভাসকর ট্রফিতে সামি থাকলে বুমরা যে আরও ভরসা পেতেন বলাই যায়। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন। সদ্য রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সামির। তাঁর ফিটনেস নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে। বোর্ডের তরফে এ বার সরকারি ভাবে সামির মেডিক্যাল ও ফিটনেস আপডেট জানানো হল।
রঞ্জি ট্রফির পর ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলেছেন মহম্মদ সামি। এমনকি তাঁকে বাংলার বিজয় হাজারে ট্রফির স্কোয়াডেও রাখা হয়েছে। যদিও প্রথম ম্যাচে তাঁকে খেলানো হয়নি। বাংলা ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে বোর্ডের আপডেটের পর বলা যায়, বিজয় হাজারে ট্রফিতে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সামিকে আদৌ আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে কি না, এই নিয়েও প্রশ্ন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইমেলে যে মেডিক্যাল আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে- বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এখনও তাঁর রিহ্যাব পর্ব চলছে। সামির ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল, রিহ্যাবের পর তা সুস্থ। ডান পায়ের গোড়ালি নিয়ে আর কোনও সমস্যা নেই সামির। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন ম্যাচে মধ্য প্রদেশের বিরুদ্ধে ৪৩ ওভার বোলিং করেছিলেন মহম্মদ সামি। এরপর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বাংলার নয় ম্যাচেই খেলেছেন। পাশাপাশি নেটেও বোলিং করেছেন, যাতে ওয়ার্কলোড বোঝা যায় এবং টেস্ট ক্রিকেটের মতো ফিটনেসের পরিস্থিতি তৈরি করা যায়।
বোর্ডের তরফে আরও বলা হয়েছে, যদিও তাঁর বাঁ পায়ের গোড়ালিতে সমস্যা। কিছুটা ফোলাও রয়েছে। দীর্ঘ সময় পর বোলিংয়ে ফেরায় এই সমস্যাটা তৈরি হয়েছে। বর্তমানে সামির যা মেডিক্যাল পরিস্থিতি, তাতে বলা যায়, ওর বাঁ পায়ের গোড়ালি সেরে উঠতে আরও অনেকটা সময় লাগবে। বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দু-ম্যাচের জন্যও সামি ফিট নন। সামির ফিটনেস ট্রেনিং এবং গোড়ালির চিকিৎসা চলবে। যতদিন না বোলিংয়ের সময় দু-পায়ে লোড ম্যানেজমেন্ট সমস্যার ইতি হচ্ছে, দীর্ঘ ফরম্যাটের জন্য রেডি হতে পারবেন না সামি। বিজয় হাজারে ট্রফিতেও তিনি পরবর্তী ম্যাচে নামতে পারবেন কি না, সেটা নির্ভর করবে গোড়ালির পরিস্থিতির উপর।