BCCI: ক্রিকেটে যুগান্তকারী পদক্ষেপ বোর্ডের, এ বার রঞ্জিতে মহিলা আম্পায়ার!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 06, 2022 | 3:19 PM

Ranji Trophy: আগামী বছর থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএলও। তাতেই যে থেমে থাকছে না বোর্ড, তার ইঙ্গিত মিলছে।

BCCI: ক্রিকেটে যুগান্তকারী পদক্ষেপ বোর্ডের, এ বার রঞ্জিতে মহিলা আম্পায়ার!
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই (BCCI)। যদি সব ঠিকঠাক থাকে, ভারতীয় ক্রিকেট ইতিহাস তৈরি করবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারাও জায়গা পেয়েছেন বোর্ডের সেন্ট্রাল চুক্তিতে। আগামী বছর থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএলও। তাতেই যে থেমে থাকছে না বোর্ড, তার ইঙ্গিত মিলছে। এত দিন ছবিটা ছিল অন্যরকম। ছেলেদের ক্রিকেটেই ছিল যত আলো। মেয়েদের ক্রিকেটে কার্যত অন্ধকারই। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি পাল্টেছে অনেকটা। হ্যারি, স্মৃতিরা পাচ্ছেন আধুনিক সুযোগ সুবিধা। এ বার বোর্ড যে পথে হাঁটছে, তাতে মেয়েদের ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে। কী সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই? তুলে ধরল TV9 Bangla

এ বার থেকে রঞ্জি ট্রফির মতো দেশের পয়লা নম্বর টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে মেয়েদের। স্কোরার হিসেবে ছেলেদের ক্রিকেটে মেয়েদের পা রাখা আগেই হয়ে গিয়েছে। আম্পায়ার হিসেবে যদি তাঁরা পা রাখেন, নিশ্চিত ভাবেই ক্রিকেট ঘরে ঘরে ঢুকে পড়বে। সেই পথেই হাঁটতে চাইছে বোর্ড। সম্প্রতি বিশ্বকাপের জার্মানি-কোস্তা রিকা ম্যাচ পরিচালনা করেছিলেন তিন মহিলা রেফারি। ফিফার তরফে ওটা ছিল যুগান্তকারী পদক্ষেপ। ক্রিকেটকে বারবার পথ দেখিয়ে এসেছে বিসিসিআই। এ বারও বিশ্ব ক্রিকেটের কাছে পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে তারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী আগামী রঞ্জি ট্রফিতেই মেয়েদের আম্পায়ার হিসেবে দেখা যাবে।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘মহিলা আম্পায়ারদের এ বার সুযোগ দেওয়ার সময় এসেছে। এটাকে শুভারাম্ভ বলতে পারেন। বিসিসিআই ছেলেদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে মহিলাদেরও সুযোগ দিতে চায়। আগামী রঞ্জি ট্রফিতে মহিলাদের ম্যাচ বাইশ গজে পরিচালনা করতে দেখা যাবে।’

আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। প্রথম রাউন্ডের খেলায় মহিলা আম্পায়ার দেখা যাবে না। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রঞ্জিতে কোন দুই মহিলা আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন, তা ঠিক করে ফেলেছে বিসিসিআই। বৃন্দা রাঠি, জননী নারায়ণন, গায়েত্রী বেনুগোপাল এই তিন মহিলা আম্পায়ার রঞ্জির ম্যাচে আম্পায়ারিং করবেন। কোন ম্যাচে তাঁদের দেখা যাবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। অবশ্য এর আগেও ছেলেদের ক্রিকেটে মেয়েদের আম্পায়ার হিসেবে দেখা গিয়েছে। অনূর্ধ্ব ২৩ সিকে নাইডি ট্রফিতে আম্পায়ারিং করেছিলেন বৃন্দা ও জননী। এ বার তাঁরাই চলেছেন স্বপ্নপূরণ করতে।

Next Article